অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

করোনায় মারা গেলেন বন্দর শ্রমিক নেতা মুক্তিযোদ্ধা আবদুস সাত্তার

0
.

করোনায় মারা গেলেন চট্টগ্রাম বন্দরের সাবেক শ্রমিক নেতা ও জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা, বীর মুক্তিযোদ্ধা আবদুস সাত্তার (৭৪)।  দীর্ঘ ৩৪ দিন করোনার সঙ্গে যুদ্ধ করে আজ বুধবার (৯ সেপ্টেম্বর) সকালে চট্টগ্রাম মেটস প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।  (ইন্না লিল্লাহি … রাজিউন)।

তিনি নোয়াখালী সেনবাগ উপজেলার কাদরা ইউপির চাঁদপুর গ্রামের আবু বক্কর চেয়ারম্যানবাড়ির মৃত মোহাম্মদ ইব্রাহিমের ছেলে। তিনি স্ত্রী, এক ছেলে ও পাঁচ মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে গেছেন।

আজ বুধবার বিকাল বাদ আসর রাষ্ট্রীয় মর্যাদায় নিজ বাড়ির পারিবারিক কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন করা হয়েছে।

মরহুমের আব্দুস সাত্তারের সন্তান বান্দরবান জেলার সহকারী শিক্ষা অফিসার আবদুল্লাহ আল মামুন বাবু জানান, গত ২ আগস্ট তার বাবার (আবদুস সাত্তার) শরীরে করোনার উপসর্গ দেখা দেয়। এর পর ৫ আগস্ট করোনার পজিটিভ রিপোর্ট আসে। এর পর তাকে চট্টগ্রাম মেটস প্রাইভেট হাসপাতালে ভর্তি করা হয়।

দীর্ঘ ৩৪ দিন করোনার সঙ্গে যুদ্ধ করে আজ সকাল সাড়ে ৮টার দিকে বাবার মৃত্যু হয়।

জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা আবদুস সাত্তার হালিমা-সাত্তার সরাসরি প্রাথমিক বিদ্যালয়, হালিম-সাত্তার হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার প্রতিষ্ঠাতা।