অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

সরিষাবাড়ীতে পুসাসের সভাপতি ফয়সাল, সম্পাদক নাহারুল

0
সভাপতি ফয়সাল,                                                          সাধারণ সম্পাদক নাহারুল

জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলায় বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংগঠন “পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্টস এসোশিয়েসন অফ সরিষাবাড়ী (পুসাস) এর নতুন কমিটি গঠন করা হয়েছে।

কমিটিতে সভাপতি হিসেবে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মোস্তফা আমীর ফয়সাল এবং সাধারণ সম্পাদক পদে ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো: নাহারুল আলম নির্বাচিত হয়েছেন।

গত মঙ্গলবার উপজেলার রিয়াজ উদ্দিন তালুকদার উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এই কমিটি ঘোষণা করা হয়। এসময় সংগঠনের প্রতিষ্ঠাকালীন সভাপতি ইমরান হাসান (ঢাবি), প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক জোবায়েদ ইসলাম জয়(শাবিপ্রবি), সদ্য বিদায়ী সিনিয়র সহ-সভাপতি ওয়ালী উল্লাহ (ইবি) সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নতুন কমিটিতে সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দরা হলেন সিনিয়র সহ-সভাপতি মোঃ তুহিন শেখ(চবি), মো:রুবেল আহমেদ(রাবি), মো:মামুনুর রশিদ(কুবি), জান্নাতুল মাওয়া লিমু(সিকৃবি), নিজাম বিন সোবহান(চবি), মল্লিকা রহমান(ঢাবি)।

যুগ্ন-সাধারণ সম্পাদক পদে হাবিবুল হাসান রিজভী(শাবিপ্রবি) , আমান উল্লাহ আমান(ঢাবি), মো:কামরান রাজন(শাবিপ্রবি), মোশারফ হোসেন মোমিন(ঢাবি), আবুল বাশার জীম(শাবিপ্রবি), রাকিবুল হাসান চয়ন(ঢাবি), এস.এম হাবিবুল্লাহ(পাবিপ্রবি), ফাবিহা আক্তার ফামি(মাভাবিপ্রবি)।

সাংগঠনিক সম্পাদক পদে বায়েজিদ বোস্তামি(ঢাবি), হোসাইন মোঃ আলামিন(নোবিপ্রবি), মো: শামীম হোসেন(ইবি),আহম্মদ মুসা(ঢাবি),
স্বদেশ চন্দ্র পাল(বাকৃবি), আশিকুর রহমান সৈকত(জাককানইবি), মেহেদী হাসান নিলয়(শাবিপ্রবি), দপ্তর সম্পাদক পদে মো: রুহুল আমিন (নোবিপ্রবি) এবং উপ-দপ্তর সম্পাদক পদে ফাহাদ আহমেদ শাওন(চুয়েট),ফয়সাল আহমেদ(চবি), প্রচার সম্পাদক নাঈম খান(নোবিপ্রবি)
উপ-প্রচার সম্পাদক সৌরভ হাসান শিশির(চবি), অর্থ সম্পাদক শফিকুল ইসলাম(ঢাবি) ও উপ-অর্থ সম্পাদক শাকিল আহমেদ(বাকৃবি), গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক নূরনবী(রাবি) উপ-গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক ইমতিয়াজ হায়দার(চুয়েট), আপ্যায়ন বিষয়ক সম্পাদক মো: আশরাফ হোসাইন(মাভাবিপ্রবি),উপ-আপ্যায়ন বিষয়ক সম্পাদক মোহাইমিনুর ইসলাম নিবিড়(ইবি),

মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক তাজমুল হোসাইন বিশাল(বেরোবি),উপ-মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল সোয়ায়েব(রাবি), ক্রীড়া সম্পাদক আরাফাত তরফদার রোহান(মাভাবিপ্রবি),উপ-ক্রীড়া সম্পাদক মোঃ মঞ্জরুল ইসলাম মিষ্টার(কুবি), তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সামিউল ইসলাম সোহান(জাককানইবি),উপ তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ফাহিম শাহরিয়ার তালুকদার(বুয়েট), পরিবেশ ও বন সম্পাদক আশরাফুন নাহার তানজুম(বাকৃবি),উপ পরিবেশ ও বন সম্পাদক আশিকুর রহমান তাজ(জাবি),
আইন বিষয়ক সম্পাদকঃ আল-ফাহাদ(বশেমুরবিপ্রবি), উপ-আইন বিষয়ক সম্পাদক সাফওয়ান হাসান তামিম(ঢাবি), রিফাতুজ্জামান শুভ(খুবি)।

সমাজসেবা বিষয়ক সম্পাদক রাকিবুল ইসলাম রকি(ঢাবি),উপ-সমাজসেবা বিষয়ক সম্পাদক মেহেদী হাসান নোমান(বুটেক্স), গণশিক্ষা বিষয়ক সম্পাদক আরিফুল ইসলাম(শাবিপ্রবি), উপ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক সিয়ামুল হাসান সিয়াম(জবি), ছাত্রী বিষয়ক সম্পাদকঃ স্পৃহা জান্নাত(চবি) উপ-ছাত্রী বিষয়ক সম্পাদক রওজান ফেরদৌস প্রভা (শাবিপ্রবি) ও ঐশী কবির তালুকদার (জবি), সহ-সম্পাদক পদে কাওছার আহমেদ(বেরোবি), রবিউল ইসলাম খান(রাবি),আকরাম হোসাইন(জাবি), মাবিয়া হোসাইন(রাবি), সাব্বির হোসেন(ঢাবি),জনি খান(পবিপ্রবি), জয় বৈষ্ণব(ইবি) এবং কার্যকরী সদস্য এস.কে রনি(জবি), রায়হান আহমেদ(ঢাবি), আদীপ্ত শার্মা(জবি), জীবন দাস(শাবিপ্রবি),মোঃ আহাদুল ইসলাম(রাবি), হৃদয় কুমার চৌধুরী(চমেক),সম্পদ সাহা(পাবিপ্রবি), অর্পিতা সাহা(ঢাবি), মোঃফরিদুল ইসলাম(জামেক), সাবিকুন্নাহার হিয়া(জাককানইবি), শান্ত পাল(বিশেমুরবিপ্রবি), প্রান্ত পাল(পাবিপ্রবি), আতকিয়া আনজুম অন্ত(সিকৃবি) প্রমুখ।  -প্রেসবিজ্ঞপ্তি