অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

চট্টগ্রামে কেন্দ্রীয় যুবলীগ নেতা শহীদুল হক রাসেল সংবর্ধিত

0
.

কেন্দ্রীয় যুবলীগের সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হওয়ায় চট্টগ্রামে সংবর্ধনা দেয়া হয়েছে শহীদুল হক চৌধুরী রাসেলকে। আজ রবিবার ঢাকা থেকে চট্টগ্রামে আগমন উপলক্ষে চট্টগ্রাম রেলওয়ে স্টেশন চত্বরে চট্টগ্রাম উত্তর, দক্ষিণ, মহানগর যুবলীগ এর উদ্যোগে এ গণসংবর্ধনা দেয়া হয়।

সংবর্ধনা সভায় শহীদুল হক চৌধুরী রাসেল বলেন, চট্টগ্রাম এর সন্তান হিসেবে মানুষের ভালোবাসায় আমি মুগ্ধ। যুবলীগ আগামী দিনের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার স্বপ্নপূরণে অগ্রনী ভূমিকা পালন করবে। জঙ্গীবাদ, মৌলবাদ ও সাম্প্রদায়িক রাজনীতির বিরুদ্ধে যুবসমাজ তথা যুবলীগকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

তিনি বলেন যারা বঙ্গবন্ধুর ভাস্কর্য্য নিয়ে কথা বলে তারা জামাত-বি.এন.পি’র প্রেতাত্মা। তাদের এহেন মন্তব্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে যুব সমাজকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।

তিনি আরো বলেন, জননেত্রী শেখ হাসিনা আমাকে গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত করে যে দায়িত্ব দিয়েছেন তা আমি সততার সহিত পালনের মাধ্যমে চট্টগ্রাম যুবলীগকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার জন্য সকল নেতাকর্মীর প্রতি আহবান জানাচ্ছি। যুব সমাজই আগামী দিনে আর্থ সামাজিক উন্নয়ন অর্থনৈতিকভাবে দেশকে সমৃদ্ধশালী করতে ভূমিকা রাখবে। মাননীয় প্রধানমন্ত্রী করোনাকালীন যে ভূমিকা পালন করেছেন দেশের মানুষ এক ভয়াবহ বিপর্যয় থেকে রক্ষা পেয়েছে।

মহানগর যুবলীগের আহবায়ক মহিউদ্দিন বাচ্চুর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- নগর আওয়ামীলীগের সহ-সভাপতি আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু, বিশেষ অতিথি বক্তব্য রাখেন- নগর আওয়ামীলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক- মশিউর রহমান চৌধুরী, যুবলীগের সাবেক প্রেসিডিয়াম মেম্বার- সৈয়দ মাহমুদুল হক, দক্ষিণ জেলা যুবলীগের সভাপতি- আ.ন.ম টিপু সুলতান, মহানগর যুবলীগের যুগ্ম আহবায়ক- দেলোয়ার হোসেন খোকা, ফরিদ মাহমুদ, দিদারুল আলম, মাহবুবুল হক সুমন, উত্তর জেলা যুবলীগের সাধারণ সম্পাদক- উপজেলা চেয়ারম্যান রাশেদুল আলম রাশেদ, দক্ষিণ জেলা যুবলীগের সাধারণ সম্পাদক- অধ্যাপক পার্থ সারথী, খাগড়াছড়ি জেলা যুবলীগের সভাপতি- ত্রিপুরা, নগর যুবলীগের সদস্য- সারোয়ার মোশের্দ কচি, আবুল কালাম আবু, বেলায়েত হোসেন বেলাল, হাসান মুরাদ বিপ্লব, একরাম হোসেন, মাসুদ রেজা, নেছার আহমেদ, শহীদুল ইসলাম মকবুল, হেলাল উদ্দিন, নুরুল আনোয়ার, রনজিৎ দে, অধ্যাপক কাজী মজিদ, শহীদুল ইসলাম শামীম, ছালেহ আহমদ ডিগল, ছাবের আহমদ, আব্দুল আজিম, মনিরুল ইসলাম রাজু, আবু বক্কর চৌধুরী, আর.কে মল্লিক, শেখ নাছির আহমদ, জাবেদ খান, সনদ বড়–য়া, সাবেক ছাত্রনেতা খলিলুর রহমান নাহিদ, দেলোয়ার হোসেন দেলু, আজিজ উদ্দিন চৌধুরী, ইকবাল ইকরাম চৌধুরী, আমানত উল্লাহ, মেজবাহ উদ্দিন নোবেল, কাজল প্রিয় বড়–য়া, আফতাব উদ্দিন রুবেল, তানভীর রিংকু, শাখাওয়াত হোসেন শাখু, নঈম উদ্দিন খান, আসিফ মাহমুদ, সাবেক ছাত্রনেতা কাউন্সিলর পদপ্রার্থী আব্দুস ছালাম মাসুম, সাবেক ছাত্রনেতা সাইফুদ্দীন আহমেদ, মাজহারুল নোমান খান, দস্তগীরুল হক, শওকত ওসমান মুন্না, মোঃ এনামুল হক, মোঃ জসিম উদ্দিন, আবু নাছের চৌধুরী আজাদ, কাউন্সিলর পদপ্রার্থী আবুল হাসনাত বেলাল, মোসলেহ উদ্দিন শিবলী, এনামুল হক মিলন, আজিজুর রহমান আজিজ।