অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

চবি সুবর্ণ জয়ন্তীতে ছাত্রলীগকে অতন্ত্র প্রহরী হিসেবে কাজ করার আহ্বান ভিসির

8
cu_vc-sir20161116184452
.

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবির) ৫০ বছর পূর্তি উপলক্ষে আসন্ন সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে সার্বিক শৃঙ্খলা রক্ষায় ছাত্রলীগ নেতাকর্মীদের অতন্ত্র প্রহরী হিসেবে কাজ করার আহ্বান জানিয়েছন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) উপাচার্য অধ্যাপক ড. ইফতেখার উদ্দিন চৌধুরী ।

বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদ মিলনায়তনে ছাত্রলীগের এক কর্মীসভার প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহবান জানান।

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি আলমগীর টিপুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফজলে রাব্বি সুজনের সঞ্চালনায় সভায় উপচার্য বলেন, ছাত্রলীগের রয়েছে গৌরবোজ্জ্বল ইতিহাস, ঐতিহ্য এবং মহান মুক্তিযুদ্ধে ছাত্রলীগের অবদান ছিল অনস্বীকার্য। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক দর্শন অনুসরণ করে প্রতিটি ছাত্রলীগ কর্মীকে আলোকিত মানবসম্পদে রূপান্তর হতে হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম, প্রক্টর মোহাম্মদ আলী আজগর চৌধুরী ও সহকারী প্রক্টর আনোয়ার হোসেন চৌধুরী।

৮ মন্তব্য
  1. Nurul Kibria বলেছেন

    একজন ভিসি একটি দলের যদি পাহারাদার বলে নিজেকে ঘোষনা দেয় তা বলার কিছু তাকে না।

    1. Saiful Islam Shilpi বলেছেন

      সেটাই. মনে হচ্ছে তিনি বিশ্ববিদ্যালয় নয়, ছাত্রলীগের ভিসি।

    2. Nurul Kibria বলেছেন

      তাইতো যে খানে সকল ছাএ ছাএীর অভিবাবক হওয়ার কথা সেখানে যদি একটি দলের অভিবাবক হন তাহলে……?

  2. Harunar Rashid বলেছেন

    How he can say that, he is really danger for CU

  3. M Nazim Uddin বলেছেন
  4. Sheikh Khurshan বলেছেন

    তাইতো মনে হচ্ছে ।

  5. MD Sukkur বলেছেন

    এক জন ডিসি যদি কোন দলিয় নেতা নয়, ডিসি হলো সরকারের একটি অংস, কোন মানুষ একটি দলের কাজ করে তাহলে সাধারন মানুষ কার কাছে যাবে, বিচার ভার জনগনে কাছে,

  6. HM Asraf বলেছেন

    সুন্দর! তবে ভি সি কে এভাবে দলীয় সভায় দেখলে শিক্ষার ভবিষ্যৎ নিয়ে অন্ধকার দেখি।