
নগরীর পাঠানটুলিতে দলীয় সন্ত্রাসীদের গুলিতে নিহত আওয়ামী কর্মী বাবুলের নামাজে আজ বুধবার বিকেলে সরকারী কমার্স কলেজ গেইটের সামনে অনুষ্ঠিত হয়েছে।
আওয়ামী লীগ মনোনীত চসিক মেয়র পদপ্রার্থী নিহত বাবুলের মরদেহ দেখতে যান এবং তার নামাজে জানাজায় অংশ নেন ও বাবুলের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন। নিহতের স্বজনদের সমবেদনা জানাতে গিয়ে তিনি বলেন, সন্ত্রাসীদের কোন রাজনৈতিক পরিচয় থাকতে পারে না। সন্ত্রাসী মানে সমাজের শত্রু, দেশের শত্রু যথাযথ আইনের আওতায় এনে বাবুলের খুনীদের শাস্তির বিধান করা হবে বলে আমি আশাবাদী।
বিকেল পৌনে পাঁচটায় অনুষ্ঠিত জানাজায় মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি এবং সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট মো. ইব্রাহীম হোসেন চৌধুরী বাবুল, সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ, প্রচার সম্পাদক শফিকুল ইসলাম ফারুক, কাউন্সিলর প্রার্থী নজরুল ইসলাম বাহাদুর, মহানগর যুবলীগের আহবায়ক মহিউদ্দিন বাচ্চুসহ যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগ, স্বেচ্ছাসেবক লীগ ও অংগ সংগঠনের অসংখ্য নেতাকর্মী, নিহতের আত্মীয় স্বজন, গুনগ্রাহী ও এলাকার সর্বস্তরের হাজার হাজার জনসাধারন জানাজায় অংশ নেন।
You must log in to post a comment.