অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

ভ্যাট বৃদ্ধির প্রতিবাদে ২২ নভেম্বর চট্টগ্রাম দোকানপাট ধর্মঘট

0
dhaka_246721
ফাইল ছবি।

দোকান মালিক ব্যবসায়ীদের উপর আরোপিত ভ্যাট দ্বিগুণ বৃদ্ধির প্রতিবাদে চট্টগ্রাম দোকানপাট বন্ধ রেখে ধর্মঘট পালন কর্মসূচি দিয়েছেন চিটাগাং মেট্রোপলিটন শপ্ ওনার্স এসোশিয়েশন। আগামী ২২ নভেম্বর সকাল থেকে দুপুর ১২টা পর্যন্ত চট্টগ্রাম মহানগরীর সংগঠনভূক্ত সকল ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখে মানববন্ধন পালন করা হবে জানান সংগঠনের নেতারা।

রবিবার দুপুরে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কর্মসূচির কথা জানান সংগঠনের সভাপতি মো. আবুল কাশেম।

চিটাগাং মেট্রোপলিটন শপ্ ওনার্স এসোশিয়েশন সহ-সভাপতি এস মনজুর মোরশেদ জানান, ব্যবসায়ীদের উপর আরোপিত ভ্যাট ১৪ হাজার টাকার স্থলে করে ২৮ হাজার টাকা করার প্রতিবাদে এবং ক্ষুদ্র কম পুঁজির ব্যবসায়ীদের ভ্যাটের আওতামুক্ত রাখার দাবিতে মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত মহানগরীর সংগঠনভূক্ত সকল দোকান বন্ধ রাখা হবে। এবং

ঐ দিন সকাল থেকে দুপুর ১২ টা পর্যন্ত চট্টগ্রাম নিউ মার্কেট চত্বর হতে তামাকুমন্ডী লেইন এলাকা পর্যন্ত কেন্দ্রীয়ভাবে মানববন্ধন কর্মসূচি পালিত হবে। পরে সেখান থেকে আমরা আরো কঠোর কর্মসূচী ঘোষণা করবো।