অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

ফুল আর চকলেট দিয়ে ডবলমুরিং পুলিশের ভালবাসা দিবস পালন

0
.

চট্টগ্রামে তরুণ তরুণীদের মতো পুলিশও পালন করল ভালবাসা দিবস। থানায় প্রত্যেক সেবাপ্রার্থীকেই গোলাপ দিয়ে বরণ করা হয়েছে, আপ্যায়ন করা হয়েছে ভালবাসার চকলেট (লাভ ক্যান্ডি) দিয়ে! এছাড়া পথচারীরাও পেয়েছেন পুলিশের ভালবাসার এই উপহার। আজ দিনব্যাপী ব্যতিক্রম এই আয়োজন করেছে চট্টগ্রামের ডবলমুরিং থানা।

ডবলমুরিং থানার ওসি মোহাম্মদ মহসীন পাঠক ডট নিউজকে বলেন, ‘ভালবাসা দিবস ভালবাসার মানুষের জন্য। নাগরিকরা, আগত সেবাপ্রার্থীরা আমাদের ভালবাসার মানুষ। তাই তাদের সাথেই দিনটি উদযাপন করেছি। ছোট ছোট এসব উদ্যোগ মানুষের কাছে পুলিশকে আরও আস্থাশীল করে তুলবে বলেই বিশ্বাস করি।’

.

ডবলমুরিং থানা পুলিশ জানায়, ভালবাসা দিবস উপলক্ষে থানায় আগত প্রত্যেক সেবাপ্রার্থীকেই লাল গোলাপ দিয়ে বরণ করা হয়। কাজ শেষে আবার ভালবাসার চকলেট (লাভ ক্যান্ডি) দেওয়া হয় প্রত্যেককে। পাশাপাশি পথচারীদেরও একই উপহার দেওয়া হয় ৪ টি পয়েন্টে। ব্যতিক্রমী এমন আয়োজনে খুশী সেবাপ্রার্থীরাও। এমন আয়োজন পুলিশভীতি কাটাতে সহায়ক হবে বলে মনে করেন তারা।  সকালে থানায় আগত ইদ্রিস আলম নামে এক সেবাপ্রার্থী বলেন, ‘পুলিশ সম্পর্কে এক ধরনের নেতিবাচক ধারণা আছে আমাদের। কিন্তু সুন্দর এই আয়োজন আমাদের সেই ধারণাকে ভুল প্রমাণ করেছে।’