অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

টেকনাফে র‌্যাবের সাথে বন্দুকযুদ্ধে ৩ রোহিঙ্গা সন্ত্রাসী নিহত

0
.

কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পের পাশের একটি পাহাড়ে র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে তিন রোহিঙ্গা সন্ত্রাসী নিহত হয়েছে। নিহত তিন জনের মধ্যে রোহিঙ্গা সন্ত্রাসী গ্রুপ জকির বাহিনীর প্রধান ডাকাত জকির রয়েছে। নিহত অপর দুই ডাকাতের নাম হামিদ ও জহির। এ দুজনও ডাকাত জকিরের সহযোগী বলে র‌্যাব দাবি করেছে।

আজ মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ৬টার দিকে টেকনাফ রোহিঙ্গা ক্যাম্পের পাশের শালবন পাহাড়ে এ ঘটনা ঘটে।

র‌্যাব-১৫ অধিনায়ক উইং কমান্ডার আজিম আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

র‌্যাব জানায়, মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ২৬ নং রোহিঙ্গা ক্যাম্পের শাল বাগানস্থ পাহাড়ে ডাকাত দলের গোলাগুলির খবর পাওয়া যায়। খবর পেয়ে টেকনাফ র‌্যাব ক্যাম্পের ইনচার্জ বিমান কুমার চন্দ্রাকারের নেতৃত্বে র‌্যাব সদস্যরা ঘটনাস্থলে পৌঁছায়। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে ডাকাত দল র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছুড়তে থাকে। র‌্যাবও পাল্টা গুলি চালাতে থাকে। পরবর্তীতে ডাকাত দল পিছু হটে। পরে ঘটনাস্থল থেকে র‌্যাব ৩টি মরদেহ ও বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করে।