অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

“কন্থক বুড্ডিস্ট ইউনিটি” এর ৩য় বর্ষে পদার্পণ

0

“কন্থক বুড্ডিস্ট ইউনিটি” এর ৩য় বর্ষে পদার্পণ উপলক্ষে গুনীজন সংবর্ধনা ও বৌদ্ধ ধর্মীয় সাধারন জ্ঞান প্রতিযোগিতার পুরস্কার বিতরনী অনুষ্টান সুসম্পন্ন।

সারা বর্ষাবাসব্যাপী সমাজ ও সদ্ধর্মের কল্যাণে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে “কন্থক বুড্ডিস্ট কমিউনিটি”। বিভিন্ন কার্যক্রম গুলোর মধ্যে হাজার প্রদ্বীপ প্রজ্বলন, সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে শিক্ষাসামগ্রী বিতরণ, বৌদ্ধ ধর্মীয় সাধারণজ্ঞান প্রতিযোগিতা, গুণীজন সংবর্ধনা এবং বৌদ্ধ ধর্মীয় সাধারন জ্ঞান প্রতিযোগিতার পুরস্কার বিতরনী অনুষ্টান উল্লেখযোগ্য।

গত ১৮ই নভেম্বর নগরীর নন্দনকানন এলাকার, এ.কে খান ফুলকি মিলনায়তন প্রঙ্গনে দেশের প্রতি সন্মান জানিয়ে জাতীয় সংগীতের মাধ্যমে গুণীজন সংবার্ধনা এবং বৌদ্ধ ধর্মীয় সাধারন জ্ঞান প্রতিযোগিতার পুরস্কার বিতরনী অনুষ্টান আরম্ভ করা হয়। এসময় কলেই দাড়িয়ে সম্মান প্রদর্শন করেন। এর পর নানা আয়োজন সম্পন্ন হওয়ার পর মহামানব পরমপূজ্য তথাগত সম্যক সম্বুদ্ধকে স্মরণ করে মঙ্গলপ্রদীপ প্রজ্জ্বলন ও মঙ্গলাচরন এর মাধ্যমে ধর্মীয় পর্ব সমাপ্ত হয়।

সংগঠনের পক্ষে বক্তব্য প্রদান করেন সাধারন সম্পাদক প্রীতম বড়ুয়া ইমন এবং ধর্মীয় সম্পাদক সুমিত্র বড়ুয়া বাবু। এর পরেই উপস্থিত অতিথীদের পুস্পস্থবক এবং সন্মাননা স্মারকের মাধ্যমে সন্মান জানানো হয়। আয়োজিত অনুষ্টানে প্রত্যেক বিভাগের (ক-ঘ) ১ম স্থান হতে ৫ম স্থান অধিকারকারী শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট, মহামূল্যবান সদ্ধর্ম বই, ধর্মীয় সূত্র সিডি সহ কৃতী সনদপত্র প্রদান করা হয়। এছাড়া ও অংশগ্রহন কৃত সকল ছাত্র-ছাত্রীর মাঝে কৃতী সনদপত্র প্রদান করা হয়। অনুষ্টানে উপস্থিত অতিথিবৃন্দ কন্থক এর আগামীর পথচলার আর্শীবাদ এবং উৎসাহ প্রদান করেন, অনুষ্টানে প্রধান অতিথি মাননীয় উপাচার্য, প্রফেসর ডাঃ প্রভাত চন্দ্র বড়ুয়া বলেন আগামীর সুষ্ট সুন্দর সমাজ গড়তে তরুনের ভূমিকা অপরিসীম, উপস্থিত শিক্ষার্থীদের আদর্শ নীতিবান এবং সদ্ধর্মের জ্ঞান সম্পর্কে যথাযথ শিক্ষা প্রদান করে দেশ জাতি তথা সমাজ এবং সদ্ধর্মের কল্যানে অবদান রাখার জন্য উপস্থিত সুধীজনের প্রতি অনুরোধ জ্ঞাপন করেন।

উত্ত অনুষ্ঠানে উদ্ভোদক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার মহাসচিব এস. লোকজিৎ থের মহোদয়। প্রধান অতিথি উপস্থিত ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এর মাননীয় উপাচার্য, প্রফেসর ডা. প্রভাত চন্দ্র বড়ুয়া। এবং প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম কলেজ এর পালি বিভাগের বিভাগীয় প্রধান  প্রফেসর ড. অর্থদর্শী বড়ুয়া।

সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতিসংঘ এবং মাদার তেরেসা পদক প্রাপ্ত বর্তমানে চট্টগ্রাম নগর পুলিশ পরিদর্শক,  ওসি. রনজিত কুমার বড়ুয়া, সি এম পি চট্টগ্রাম। বিশিষ্ট রাজনীতিবিদ, সমাজসেবক, শিক্ষানুরাগী, এবং ২২ নং ওর্য়াড কাউন্সিলর আলহাজ্ব সলিমুল্লাহ বাচ্চু। বাবু অশোক বড়ুয়া, পৃষ্টপোষক, আইন ও পরিকল্পনা সম্পাদক, সাতকানিয়া ও লোহাগাড়া বৌদ্ধ ঐক্য পরিষদ। দি চিটাগং চেম্বার কর্মাস এন্ড ইন্ড্রাস্ট্রি এর সদস্য এবং লায়ন ক্লাব অব চিটাগং প্রোগ্রেসিভ ওয়েস্ট এর সুযোগ্য সিনিয়র ভাইস প্রেসিডেন্ট লায়ন রুপন কুমার বড়ুয়া এবং চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সিনিয়র সহ সভাপতি রুমেল বড়ুয়া রাহুল।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেছেন “কন্থক বুড্ডিস্ট কমিউনিটি এর প্রতিষ্ঠাতা সভাপতি প্রিয়াল বড়ুয়া।

অবশেষে “কন্থক বুড্ডিস্ট কমিউনিটি এর প্রতিষ্ঠাতা সভাপতি প্রিয়াল বড়ুয়া কন্থকের ভবিষ্যত উজ্জ্বল পথচলায় সমাজ এবং সদ্ধর্মের নিরলস নিঃস্বার্থ সেবায় নিজেদের সফলভাবে নিয়োজিত রাখতে সকলের নিকট মৈত্রীময় আর্শীবাদ প্রত্যাশা করেন।