অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

চট্টগ্রামে করোনায় একদিনে তিন জনের মৃত্যু: নতুন শনাক্ত ৪১৪ জন

0
.

গতকাল মঙ্গলবার কক্সবাজার মেডিক্যাল কলেজ হাসপাতাল ল্যাব ও  চট্টগ্রামের ৭টি ল্যাবে ২ হাজার ৭৫৬টি নমুনা পরীক্ষায় ৪১৪ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়। এই নিয়ে চট্টগ্রামে মোট করোনা শনাক্তের সংখ্যা দাঁড়ালো ৪২ হাজার ৭১৫ জন।নতুন আক্রান্তদের মধ্যে নগরীর ৩৭৩ জন এবং উপজেলায় ৪১ জন।

এই দিন করোনায় প্রাণ হারিয়েছেন  ৩ জন।  এনিয়ে চট্টগ্রামে মোট মৃতের সংখ্যা ৪শ জন।

আজ  বুধবার (৭ এপ্রিল) সকালে সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়।

জানা যায়, গকাল বিআইটিআইডি ল্যাবে ১০০১ টি নমুনা পরীক্ষায় ৪৩ জন ও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ল্যাবে ৫৯৭ টি নমুনা ৫৫ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়।

চট্টগ্রাম ভেটেরিনারী বিশ্ববিদ্যালয় ল্যাবে ৩২৫ টি নমুনা পরীক্ষায় ১১৪ জন ও কক্সবাজার মেডিক্যাল কলেজ হাসপাতাল ল্যাবে ২৫ টি নমুনা পরীক্ষায় চট্টগ্রামে ৫ জন শনাক্ত হয়।

বেসরকারি ইমপেরিয়াল হাসপাতালে ১৩৬ টি নমুনা পরীক্ষায় ৪৫ জন ও শেভরণ ল্যাবরেটরিতে ৫২১ টি নমুনা পরীক্ষায় ৯৮ জন শনাক্ত হয়।

চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ১০২ টি নমুনা পরীক্ষায় ৩১ জন ও আর টি আর এল ল্যাবে ৪৯ টি নমুনা পরীক্ষায় ২৩ জনের শরীরে করোনার অস্তিত্ব পাওয়া যায়।