অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

চট্টগ্রাম থেকে যে সকল দুস্থ সাংবাদিক প্রধানমন্ত্রীর অনুদান পেলেন

0
.

চলতি ২০২০-২১ অর্থবছরের বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট থেকে প্রথম কিস্তিতে ২শ’ জন সাংবাদিক ও মৃত্যুবরণকারী সাংবাদিকদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। এ কিস্তিতে মোট দুই কোটি ৮ লাখ ৫০ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়। দুইশ সাংবাদিকদের মধ্যে ঢাকা থেকে একশ এবং দেশের অন্যান্য অঞ্চল থেকে একশ সাংবাদিক অনুদান পেয়েছেন।

এর মধ্যে চট্টগ্রামে থেকে ১১ জন দুস্থ! সাংবাদিক ও তাদের পরিবার এবার প্রধানমন্ত্রীর অনুদান পেয়েছেন।

আরও খবর: সরকারের সমালোচক দুস্থ সাংবাদিকের জন্যও সহায়তা: তথ্যমন্ত্রী

সাংবাদিকের মৃত্যুজনিত কারণে আর্থিক সহায়তা, অসচ্ছল সাংবাদিকদের আর্থিক সহায়তা এবং চিকিৎসার জন্য এসব অনুদান দেওয়া হয়।

এ দফায় প্রয়াত সম্পাদক ও লেখক রাহাত খানের পরিবার, প্রয়াত খন্দকার মনিরুজ্জামানের পরিবার, বিএনপি সমর্থিক সাংবাদিক ইউনিয়নের (বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন) নেতা মরহুম আবদুস শহীদের পরিবার অনুদান পেয়েছেন বলে জানাগেছে।

ক্যান্সারসহ দুরারোগ্য রোগে আক্রান্ত কয়েকজন সাংবাদিকও পেয়েছেন ট্রাস্ট থেকে অনুদান। প্রতিবছর প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে অনুদানপ্রাপ্তদের হাতে চেক তুলে দিলেও করোনাজনিত কারণে গত বছর এবং এ বছর তা সম্ভব হয়নি।

চট্টগ্রামের সাংবাদিকরা কে কত অনুদান পেলেন:

.

চট্টগ্রামের সাংবাদিক (বেকার) মোহাম্মদ শাহ আজম (৫০ হাজার), সিভয়েজ২৪.কমের চিফ রিপোর্টার আশরাফ আহমেদ (৫০ হাজার), ফিনান্সিয়াল এক্সপ্রেসের প্রতিনিধি (বর্তমান বেকার) পংকজ কুমার দস্তিদার (৫০ হাজার), বাংলা নিউজের প্রতিনিধি সরওয়ার কামাল (৫০ হাজার), অবজারভারের প্রতিনিধি নুরুল আমিন (এক লাখ), দেশ রূপান্তরের ব্যুরো প্রধান ফারুক ইকবাল (দেড় লাখ), পূর্বকোণের সহ সম্পাদক মোরশেদ আলাম (এক লাখ), নিউজ২৪-এর ক্যামেরাম্যান আহাদুল ইসলাম বাবু (৫০ হাজার), খোলা কাগজ চট্টগ্রামের সম্পাদক জ্যোতির্ময় নন্দী (এক লাখ), বর্তমানে বেকার সাবের আহমদ আসগরী (দেড় লাখ), চট্টগ্রাম প্রেসক্লাব সদস্য এম এম আতিকুর রহমান (দুই লাখ)।

.

রাঙামাটি জেলার সংবাদ প্রতিনিধি সুনীল কান্তি দে (এক লাখ), ইত্তেফাকের জেলা প্রতিনিধি এ কে এম মকছুদ আহামেদ (৫০ হাজার), প্রথম আলোর প্রতিনিধি হরি কিশোর চাকমা (৫০ হাজার), বাসসের জেলা প্রতিনিধি এ কে এম জহুরুল হক (৫০ হাজার), গিরিদর্পনের উপজেলা প্রতিনিধি এখলাস মিঞা খান (এক লাখ)।