অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

ভারত বাংলাদেশ সীমান্তে নিষেধাজ্ঞার মেয়াদ বাড়লো, সঙ্গে আরও কড়াকড়ি

0
.

ভারতের সঙ্গে সীমান্ত বন্ধের মেয়াদ ১৪ দিন বাড়িয়ে ২৩ মে পর্যন্ত করেছে সরকার। ভারতে পরিস্থিতি খারাপ থাকার কারণে এবং করোনাভাইরাসের ভারতীয় ভ্যারিয়েন্ট যেন বাংলাদেশে ছড়িয়ে না পড়ে তার জন্য এই ব্যবস্থা নেওয়া হয়েছে। এছাড়া যশোরে কোয়ারেন্টিন ব্যবস্থা পূর্ণ হয়ে যাওয়ায় ঈদের আগে নতুন কোনও বাংলাদেশিকে প্রবেশ করতে দিতে আগ্রহী নয় সরকার।

আজ শনিবার (৮ মে) পররাষ্ট্র সচিবের নেতৃত্বে এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পূর্ব) মাশফি বিনতে শামস বলেন, ‘ভারতীয় ভ্যারিয়েন্ট যাতে ছড়িয়ে না পড়ে তার জন্য আমরা এই পদক্ষেপ নিয়েছি। তবে বাণিজ্য ও বিশেষ ব্যবস্থায় লোক আসা-যাওয়ার বিষয়টি বিবেচনা করা হবে।’

গত ২৬ এপ্রিল সীমান্ত বন্ধ হওয়ার পর থেকে এ পর্যন্ত প্রায় আড়াই হাজার বাংলাদেশি দেশে প্রবেশ করেছেন। এই তথ্য জানিয়ে তিনি বলেন, ‘যশোর অঞ্চলে কোয়ারেন্টিন ব্যবস্থা পূর্ণ হয়ে গেছে। জেলা প্রশাসন আমাদের অনুরোধ করেছে নতুন কাউকে যেন প্রবেশ করতে না দেওয়া হয়। এজন্য ঈদের আগ পর্যন্ত আমরা বিশেষ অসুবিধা ছাড়া কাউকে প্রবেশ করতে দিতে চাই না। ঈদের পরে হয়তো ৪০-৫০জন করে প্রবেশ করবে।’

এদিকে স্থলবন্দর দিয়ে বাণিজ্য অব্যাহত রয়েছে এবং এ সংক্রান্ত নিয়মকানুন অব্যাহত থাকবে। এরমধ্যে রয়েছে ট্রাক প্রবেশের পূর্বে ভালো করে জীবাণুনাশক দিয়ে স্প্রে, শুধু ড্রাইভার প্রবেশ করবেন, ড্রাইভার একান্ত বাধ্য না হলে গাড়ি থেকে নামবেন না, ড্রাইভার খাবার নিয়ে প্রবেশ করবেন, যদি ড্রাইভারের নামার প্রয়োজন হয় তবে তার জন্য পৃথক টয়লেটের ব্যবস্থা ইত্যাদি। এছাড়া ভারতের ট্রাক যদি রাতে বাংলাদেশে অবস্থান করতে হয় তবে ড্রাইভার ফেরত যাবেন এবং পরের দিন পুনরায় বাংলাদেশে প্রবেশ করে ট্রাক ফেরত নিয়ে যাবেন। একই নিয়ম বাংলাদেশের ট্রাকের ক্ষেত্রেও প্রযোজ্য তবে এই সংখ্যা অনেক কম।