অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

বাকলিয়ায় কবরস্থানের জমি নিয়ে আ’লীগের দুই গ্রুপের সংঘর্ষ

0
.

চট্টগ্রাম নগরীর বাকলিয়ায় এলাকায় কবরস্থানের জায়গা নিয়ে বিরোধের জেরে আওয়ামী লীগের দুই গ্রুপের গোলাগুলি ও সংঘর্ষে ৪ জন গুলিবিদ্ধ হয়েছে। আহত হয়েছে অন্তত আরও ১৫ জন।

আজ শুক্রবার (১১ জুন) সকাল ১০টায় নগরীর কালা মিয়া বাজার আবদুল লতিফ হাটের পাশে কবরস্থানে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, সকালে কবরস্থানে সাইনবোর্ড লাগাতে যায় একটি পক্ষ। এ সময় আওয়ামী লীগ নেতা ইয়াকুবের লোকজন তাদের ওপর লাঠিসোঁটা ও পাথর নিক্ষেপ করে। এ সময় গুলি ছুড়লে গুলিবিদ্ধ হয় ৪ জন। গুরুতর আহত হয় অন্তত আরও ১৫ জনের বেশি।

.

আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে।

গুলিবিদ্ধরা হলেন- মো. মাসুদ (২৮), আবদুল্লাহ কাইছার (৩৯), মো. মুরাদ (২৫) ও মো. ফয়সাল (২৮)। আহতরা হলেন- মো. জাহাঙ্গীর (৪২), মো. তৈয়ব (২৮), জয় (১৪), শহিদুল্লাহ (৩৮), রিয়াজ উদ্দিন (২০), মো. আসিফ (২৪), মান্নান (৩৯), শাহাব উদ্দিন শাওন (২৫) ও মো. সামাদ (২২)।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই শীলব্রত বড়ুয়া জানান, আহতদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। জরুরি বিভাগের চিকিৎসকরা তাদেরকে বিভিন্ন ওয়ার্ডে ভর্তি করে দেন। কয়েক জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

মূলত ওয়ার্ড আওয়ামী লীগ নেতা আহমদ ইলিয়াস ও ইয়াকুবের সমর্থকদের মধ্যে সংঘর্ষের এ ঘটনা ঘটে।