অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

এবি পার্টি ছেড়ে কল্যাণ পার্টিতে যোগ দিলেন ১৬ নেতা

0
.

সংস্কারপন্থি জামায়াত শিবির নেতাদের নিয়ে নব গঠিত আমার বাংলাদেশ (এবি) পার্টি থেকে ১৬ নেতা পদত্যাগ করে মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম নেতৃত্বধীন  বাংলাদেশ কল্যাণ পার্টিতে যোগ দিয়েছেন।

আজ শুক্রবার বিকালে রাজধানীর মহাখালীস্থ কল্যাণ পার্টির কার্যালয়ে দলটির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বীর প্রতীকের হাতে ফুল দিয়ে যোগদান করেন তারা। এসময় দেশ ও জাতির পুনর্গঠনে বাংলাদেশ কল্যাণ পার্টির নেতৃত্বে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন তারা। কল্যাণ পার্টিতে যোগ দেয়া এবি পার্টির অন্য নেতরা হলেন- আমার বাংলাদেশ (এবি) পার্টি যুগ্ম আহবায়ক ড. সাহেদ চৌধুরী, নেতা আব্দুল আউয়াল মামুন, নাজমুল হুদা অপু, ওবায়দুল্লাহ মামুন, আবদুল্লাহ আল হাসান সাকিব, ইব্রাহিম খান সাদাত, বীর মুক্তিযোদ্ধা ইদ্রিস আলী প্রমূখ।

সম্প্রতি তারা এবি পার্টি থেকে পদত্যাগ করেন।

গত বছরের ২ মে এ এফ এম সোলায়মান চৌধুরীকে আহবায়ক ও মুজিবুর রহমান মঞ্জুকে সদস্য সচিব করে এবি পার্টি গঠন করা হয়।

যোগদান পর্ব শেষে এক সংবাদ সম্মেলনে সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বলেন, সরকারের অবহেলার কারণে বাংলাদেশের আর্থ-সামাজিক পরিবেশটি এখন বিরাজনীতিকরণ হয়েছে। রাজনৈতিক নেতা-কর্মী অনেকের মধ্যেই দুর্বৃত্তপনার মনোভাব আস্তানা গেড়েছে। সমাজে নৈতিকতার অবক্ষয় বর্ণনাতীত। সরকারি দলের নেতাদের ভাষ্য মোতাবেক নির্দ্বিধায় বলা যায় যে, সরকারের দায়িত্ব পালনে রাজনীতিবিদ ও আমলাতন্ত্রের মধ্যে একটি দ্বন্দ্বের সৃষ্টি হয়েছে।