অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

এমইএস কলেজ ছাত্রলীগের দু’গ্রুপের সংর্ঘষে ৫ জন আহত

1
530df2aeb5116-ctg-3
.

ছাত্রলীগের অভ্যন্তরীন বিরোধের জের ধরে চট্টগ্রাম মহানগরীর নাসিরাবাদস্থ ওমর গণি এমইএস কলেজে ছাত্রলীগের দু’গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে সাধারণ শিক্ষার্থীসহ ছাত্রলীগের পাঁচ নেতাকর্মী আহত হয়েছেন।

আজ বৃহস্পতিবার দুপুর ২টার দিকে কলেজ ক্যম্পাসে এ সংঘর্ষ হয়। সংঘর্ষে আহত ৩ জনের নাম পাওয়া গেছে, তারা হলেন, নুরুন্নবী (২৩), মো. ইসমাইল (২২), ওমর ফারুকসহ (২১)।

প্রতক্ষ্যদর্শী শিক্ষার্থীরা জানান, পূর্ব শত্রুতার জের ধরে এমইএস কলেজের জিএস ও মহানগর যুবলীগ নেতা আরশাদুল আলম বাচ্চুর অনুসারীদের সাথে কলেজের বর্তমান ভিপি ওয়াসিম উদ্দিন চৌধুরীর অনুসারীদের সংঘর্ষ বাধে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক ছাত্রলীগ নেতা জানান, কলেজের পাশে অবস্থিত ইস্পাহানী স্কুলের বিষয় নিয়ে জুনিয়র নেতা কর্মীদের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। এনিয়ে সংর্ঘষ হয়েছে। তবে তা কলেজের বাইরে। ছাত্ররা ইস্পাহানী স্কুলের প্রিন্সিপ্যালের গাড়ি ভাংচুর করেছে।

খুলশী থানার ওসি নিজাম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কলেজ শিক্ষার্থীদের দু’গ্রুপের মধ্যে হাতাহাতি হয়েছে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের ক্যম্পাস থেকে সরিয়ে দেয়। ভাংচুরের কথা স্বীকার করে তিনি বলেন, তারা  প্রিন্সিপ্যালের গাড়ি ভাংচুরসহ বিভিন্ন আসবাবপত্র ভাংচুর করেছে। ঘটনাস্থলে পুলিশের অতিরিক্ত সদস্য অবস্থান করছে। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে।

এদিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক আবু হামিদ বলেন, নুরুন্নবী নামের একজনকে গুরুতরবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপালে ভর্তি করা হয়েছে। তাকে ২৬ ওয়ার্ডে চিকিৎসা দেয়া হচ্ছে। তার মাথায় প্রচুর রক্তক্ষরণ হয়েছে বলেও জানান তিনি।

১ টি মন্তব্য
  1. Jabed Rahim Moon বলেছেন

    বাচ্চু ভাই সাবেক ভিপি না..বর্তমান জি এস…