অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

আলোকিত মানুষ হতে হলে লেখাপড়ার বিকল্প নাই

0
Untitled-1 copy
সাতকানিয়া ঢেমশা উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট প্রদান করছেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সাবেক সভাপতি আবু সুফিয়ান

রূপালী ব্যাংকের পরিচালক ও চট্টগ্রাম প্রেস ক্লাবের সাবেক সভাপতি আবু সুফিয়ান বলেছেন, প্রতিটি শিক্ষার্থীকে স্বপ্ন দেখতে হবে। স্বপ্ন মানুষকে এগিয়ে নেয়। এ স্বপ্ন পূরণ করতে হলে কঠোর পরিশ্রম করে লেখা-পড়া শিখতে হবে। আলোকিত মানুষ হতে হলে লেখাপড়ার বিকল্প নাই। মনে রাখতে হবে একজন শিক্ষার্থী হচ্ছে পরিবার, সমাজ ও দেশের আগামীর ভবিষ্যৎ। তারাই বিভিন্ন ক্ষেত্রে অবদান রেখে দেশকে বিশ্বের কাছে উজ্জ্বল করবে। তিনি বৃহস্পতিবার সাতকানিয়া ঢেমশা উচ্চ বিদ্যালয়ে-২০১৬ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠিত আবু সুফিয়ান আরো বলেন, সুন্দর জীবন ধারণ করতে হলে অবশ্যই নিজ নিজ ধর্মীয় অনুশাসন মেনে চলতে হবে। ধর্মীয় রীতি-নীতি মেনে চললে কেউ খারাপ কাজের দিকে ধাবিত হবে পারেনা। ধর্ম মানুষকে কল্যাণ, সুন্দর ও নৈতিকতার শিক্ষা দেয়। সমাজে শান্তি আনতে হলে ধর্মের প্রতি অনুরাগী হওয়া উচিত।

ঢেমশা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দয়াল হরি মজুমদার এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র মোরশেদুল আলম চৌধুরী ও সিনিয়র শিক্ষক তরুণ কান্তি ধর। কৃতি শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন, আবদুল্লাহ আল সাঈদ হান্নান, অর্পিতা বড়ুয়া, তৃষা চৌধুরী ও রিমু আক্তার। বিদ্যালয়ের শিক্ষক মাওলানা মো. মুহিউদ্দীন এর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ঢেমশা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই রতন কান্তি দে, বিদ্যালয় পরিচালনা পরিষদের সদস্য আবুল খায়ের বাদশা, আহমদ কবির মুন্সি, শিক্ষক বোধি রতন বড়ুয়া, জসিম উদ্দীন ও আবুল ফজল।

অনুষ্ঠান শেষে প্রধান অতিথি কৃতি শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট ও নগদ অর্থ পুরস্কার প্রদান করেন।