অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

চবিতে বন্ধ হল দখলে নিতে ছাত্রলীগের দুই গ্রুপের মারামারি, আহত ২

0
.

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বন্ধ আবাসিক হল দখল করতে মরিয়া হয়ে উঠেছে ছাত্রলীগের বিবাদমান দুটি গ্রুপ।

গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে সোহরাওয়ার্দী হলে সীট দখলকে কেন্দ্র করে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে হাতাহাতি মারামারির হয়েছে।

বিবাদমান দুই গ্রুপ হচ্ছে বগিভিত্তিক ছাত্রলীগের সংগঠন ভিএক্স ও একাকার। এতে আহত হয়েছেন ছাত্রলীগের দুই কর্মী। তারা হলেন- ছাত্রলীগের বগিভিক্তিক একাকার গ্রুপের অনুসারী ২০১৯-২০ সেশনের মো. সাব্বির ও একই সেশনের দর্শন বিভাগের শিক্ষার্থী সীমান্ত।

এর আগে ১৮ সেপ্টেম্বর রাতে বিশ্ববিদ্যালয়ের আলাওল হলে সিট দখলকে কেন্দ্র করে হাতাহাতির ঘটনার অভিযোগ ওঠে। তাৎক্ষণিক প্রক্টরিয়াল বডি ও পুলিশ এসে বিষয়টি মিমাংসা করে। তবে ওই সময় কেউ আহত হয়নি।

ছাত্রলীগের একাকার গ্রুপের নেতা সালেহ আকরাম বাপ্পি বলেন, ‘গভীর রাতে আমাদের জুনিয়র কর্মীদের ওপর ভিএক্সের কর্মীরা অতর্কিত হামলা করে। আমাদের দুই জুনিয়র কর্মী তাদের হামলায় আহত হয়েছে। আমরা রোববার প্রক্টর বরাবর লিখিত অভিযোগ দিব।

ভিএক্স গ্রুপের নেতা প্রদীপ চক্রবর্তী বলেন, ‘জুনিয়র কর্মীদের মধ্যে হাতাহাতি হয়েছে। বিষয়টা আমরা সিনিয়ররা বসে সমাধান করে দেব।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর রবিউল হাসান ভূঁইয়া বলেন, ‘জুনিয়র ছাত্রদের মধ্যে হালকা ঝামেলা হয়েছে। দুইজন আহত হয়েছে। তবে এখন সবকিছু স্বাভাবিক।’