অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

শুক্রবার খুলে দেয়া হচ্ছে কর্ণফুলী টানেল: পরিবহণ চলাচল করবে পরে

0
.

আগামী শুক্রবার মধ্যরাত থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল (কর্ণফুলী টানেল) খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

আজ মঙ্গলবার (৫ অক্টোবর) রাজধানীর শেরেবাংলা নগরে পরিকল্পনা মন্ত্রণালয়ের এনইসি সম্মেলন কক্ষে জাতীয় অর্থনৈতিক পরিষদের বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে মন্ত্রী এ কথা বলেন।

পরিকল্পনামন্ত্রী বলেন, আজ একনেক সভায় আমরা জানতে পারলাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল (কর্ণফুলী টানেল) ডিসেম্বরে খুলে দেওয়ার কথা ছিল। কিন্তু কাজ শেষ হওয়ায় আগামী শুক্রবার থেকেই খুলে দেওয়া হচ্ছে। এটা খুবই খুশির সংবাদ। তরুণ প্রজন্মের কাছে এটা খুব রোমাঞ্চকর একটা বিষয়।

তিনি বলেন, সময়ের আগে এই টানেল খুলে দেওয়ায় ব্যয় কিছুটা হলেও সাশ্রয় হবে। আগামী শুক্রবার মধ্যরাতে চ্যানেলটির দ্বিতীয় মুখ উন্মোচন করা হবে। তবে এখনই টানেল দিয়ে পরিবহন যাতায়াত করতে পারবে না। পুরোপুরি সম্পন্ন করতে আরও কিছুদিন সময় লাগবে।