অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

সীতাকুণ্ড ইউপি নির্বাচন: বর্তমান চেয়ারম্যানদের ওপর আস্থা আ’লীগের

0
.

কামরুল ইসলাম দুলু, সীতাকুণ্ড:

সকল জল্পনা কল্পনার অবসান গঠিয়ে দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে সীতাকুণ্ডের ৯টি ইউনিয়ন পরিষদের দলীয় মনোনীন প্রার্থীদের নাম ঘোষণা করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।

মঙ্গলবার (১২ অক্টোবর) রাত সাড়ে দশটার দিকে কেন্দ্রীয় আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সভা শেষে নৌকা প্রতিকে চট্টগ্রাম বিভাগের মনোনীত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়।  এতে দেখা যায় বর্তমান চেয়ারম্যানদের উপর আস্থা রেখেছেন দলীয় হাই কমান্ড।  সীতাকুণ্ডে ৯টি ইউনিয়নের মধ্যে শুধুমাত্র একজন ছাড়া দলীয় মনোনয়ন পাওয়া বাকি ৮ জনই বর্তমান চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন।

দলীয় সূত্রে জানাগেছে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের মুলতবি সভায় এ নামের তালিকা ঘোষণা করা হয়। রাতে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সীতাকুণ্ড

উপজেলার ৯ ইউনিয়নের আওয়ামী লীগের মনোনীত প্রার্থীরা হলেন, ১ নং সৈয়দপুর ইউনিয়নে তাজুল ইসলাম নিজামী, ২ নং বারৈয়াঢালা রেহান উদদীন, ৪ নং মুরাদপুর এস এম রেজাউল করিম, ৫ নং বাড়বকুণ্ড ছাদাকাত উল্লাহ মিয়াজী, ৬ নং বাঁশবাডীয়া শওকত আলী জাহাঙ্গীর, ৭ নং কুমিরা মোরশেদ হোসেন চৌধুরী, ৮ নং সোনাইছড়ী মনির আহমেদ, ৯ নং ভাটিয়ারী নাজিম উদ্দীন এবং ১০ নং ছলিমপুর ইউনিয়নে সালাউদ্দিন আজীজ।

এদিকে সীতাকুণ্ড উপজেলার ৯ ইউনিয়নের মধ্যে ৪নং মুরাদপুর ইউনিয়নে নতুন প্রার্থীকে মনোনয়ন দেওয়া হয়েছে। বাকী ৮ ইউনিয়নে বর্তমান চেয়ারম্যানদেরকেই দেওয়া হয়েছে মনোনয়ন। নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ১৭ অক্টোবর। এ ছাড়া মনোনয়নপত্র বাছাই ২০ অক্টোবর ও বাছাইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের ২১ থেকে ২৩ অক্টোবর। আর আপিল নিষ্পত্তি ২৪ ও ২৫ অক্টোবর। প্রার্থিতা প্রত্যাহার ২৬ অক্টোবর। প্রতীক বরাদ্দ ২৭ অক্টোবর। ভোট গ্রহণ হবে ১১ নভেম্বর।