অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

৭১ টিভির সাংবাদিক শাকিলের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন পেছাল

0
.

বেসরকারি চ্যানেল একাত্তর টেলিভিশনের হেড অব নিউজ শাকিল আহমেদের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ পেছাল। তদন্ত প্রতিবেদনের দাখিলের জন্য ১২ ডিসেম্বর পরবর্তী দিন ধার্য করেছেন আদালত।

আজ মঙ্গলবার (২৩ নভেম্বর) মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। কিন্তু মামলার তদন্ত কর্মকর্তা প্রতিবেদন দাখিল না করায় ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইয়াসমিন আরার আদালত প্রতিবেদন দাখিলের পরবর্তী দিন ধার্য করেন। আদালতের সংশ্লিষ্ট সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

গত ৪ নভেম্বর সাংবাদিক শাকিল আহমেদের বিরুদ্ধে গুলশান থানায় মামলা করেন তৃণা ইসলাম নামে এক চিকিৎসক। ধর্ষণ ও ভ্রুণ হত্যার অভিযোগে মামলাটি দায়ের করেন ওই নারী।

মামলার অভিযোগের বিষয়ে গুলশান থানা পুলিশ জানায়, বাদীর দাবি, তার সঙ্গে শাকিল আহমেদের সম্পর্ক গড়ে ওঠে। এরপর তাকে বিয়ের আশ্বাস দিয়ে শারীরিক সম্পর্কে জড়ান সাংবাদিক শাকিল। একপর্যায়ে ওই নারী অন্তঃসত্ত্বা হয়ে পড়েন। শাকিল কৌশলে তার গর্ভপাত ঘটান। এরপর তিনি ওই নারীকে আর বিয়ে করতে রাজি হননি।