অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

চট্টগ্রামে পুলিশী হেফাজত থেকে পালিয়ে যাওয়া রোহিঙ্গা টেকনাফে গ্রেফতার

0
.

চট্টগ্রামের আদালত ভবনের পুলিশি হেফাজত থেকে পালিয়ে যাওয়া মাদক মামলার আসামি রোহিঙ্গা যুবককে টেকনাফে গ্রেফতার করেছে পুলিশ।

আজ সোমবার ভোরে সিএমপির কোতোয়ালি থানা পুলিশ টেকনাফের রোহিঙ্গা লেদা ক্যাম্পে অভিযান চালিয়ে পলাতক আবুল কালামকে গ্রেপ্তার করা হয় বলে জানান কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ নেজাম উদ্দীন।  তাকে নিয়ে কোতোয়ালী টিম চট্টগ্রামের পথে রওনা হয়েছে।

রোহিঙ্গা যুবক আবুল কালামকে গতকাল সকালে নগরীর স্টেশন রোড থেকে ১ হাজার ৫০ পিস ইযাবাসহ গ্রেফতার করেছিল মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। পরে তাকে কোতোয়ালী থানায় হস্তান্তর করে তার বিরুদ্ধে মামলা করে তারা। বিকেলে আবুল কালামকে অন্যান্য আসামীদের সঙ্গে আদালতে নিয়ে গেলে সেখান থেকে পুলিশের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে যায় সে।

এ ঘটনায় এক নারী এসআই সহ ৩ পুলিশকে বরখাস্ত করে সিএমপি।  তারা হলেন, এস আই মিতু খানম এবং কনস্টেবল শাহাদাত হোসেন ও নজরুল ইসলাম।