অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

অস্ত্র হারিয়ে বরখাস্ত হলেন আকবরশাহ থানার এস আই জাফর

0
ছবি: প্রতিকী
ছবি: প্রতিকী

সরকারি পিস্তল খোয়া যাওয়ার ঘটনায় চট্টগ্রাম মহানগর পুলিশের এক উপ পরিদর্শক (এসআই)কে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বরখাস্ত হওয়া এসআই জাফর আহমেদ নগরীর আকবর শাহ থানায় কর্মরত রয়েছেন।

বৃহস্পতিবার সকাল ১০টা থেকে দুপুর ১২টার মধ্যে থানার পাশে একটি ভাড়া বাসা থেকে তার ১৬ রাউন্ড গুলিসহ অস্ত্রটি (পিস্তল) খোয়া যায়।

এ ঘটনায় বরখাস্ত হওয়া এসআই জাফর আহমেদ বাদী হয়ে রাতেই আকবর শাহ থানায় একটি মামলা করেন। এর পর তাকে সিএমপি কর্তৃপক্ষ বরখাস্ত করেন বলে জানান আকবর শাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সজিব কুমার দাস।

তিনি বলেন, অস্ত্র-গুলি খোয়া যাওয়ার ঘটনায় জাফরকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ ব্যাপারে মামলার দায়ের করার পর তদন্ত চলছে।

ঘটনার ব্যাপারে এসআই জাফর আহমেদ পাঠক ডট নিউজকে বলেন, ‘থানার পাশে একটি ভাড়া বাসায় থাকি। বাসায় আরেকজন পুলিশ সদস্য থাকেন।

বৃহস্পতিবার সকাল ১০টার দিকে বাসায় অস্ত্র-গুলি রেখে থানায় অন্য কাজ সারতে এসেছিলাম। দুপুর ১২টার দিকে বাসায় গিয়ে দেখি অস্ত্র-গুলি নেই। কে বা কারা নিয়েছে বলতে পারছি না।