অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

পুলিশের মামলায় উচ্চ আদালত থেকে জামিন পেলেন ডা. শাহাদাতসহ ২৩ নেতাকর্মী

0
.

চট্টগ্রাম মহানগরীর জামালখান এলাকায় মানববন্ধন পালনকালে পুলিশের সাথে সংঘর্ষে ঘটনায় পুলিশের দায়ের করা মামলায় মহানগর বিএন‌পির আহবায়ক ডা. শাহাদাত হো‌সেন, সদস্য স‌চিব আবুল হা‌শেম বক্কর, দ‌ক্ষিন জেলা বিএন‌পির আহবায়ক আবু সু‌ফিয়ান, মহানগর যুবদ‌লের সভাপ‌তি মোশারফ হোসেন দিপ্তীসহ বিএনপি ও অঙ্গ সংগঠ‌নের ২৩ নেতাকর্মী উচ্চ আদালত থেকে জামিন পেয়েছেন।

আজ র‌বিবার (১৬ জানুয়ারী) হাইকোর্টের বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মোহাম্মদ সে‌লিম’র সমন্বয়ে গঠিত দৈত বেঞ্চ এই আদেশ দেন।

চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সহ দপ্তর সম্পাদক ইদ্রিস আলী পাঠক ডট নিউজকে জামিনের বিষয়টি নিশ্চিত করেন।

.

আগাম জা‌মিন প্রাপ্ত অন্যান্যের নেতৃবৃন্দরা হলেন- মহানগর বিএন‌পির যুগ্ম আহবায়ক আলহাজ্ব এম এ আজিজ, মোহাম্মদ মিয়া ভোলা, এস এম সাইফুল আলম, নাজিমুর রহমান, কাজী বেলাল উদ্দিন, ইয়াসিন চৌধুরী লিটন, ইস্কান্দর মির্জা, শাহ আলম, আব্দুল মান্নান, সদস্য আহমেদুল আলম চৌধুরী রাসেল, গাজী সিরাজ উল্লাহ, কামরুল ইসলাম, স্বেচ্ছা‌সেবক দ‌লের সভাপ‌তি এইচ, এম, রাশেদ খান, যুগ্ম সম্পাদক জমির উদ্দীন নাহিদ, দক্ষিন জেলা ছাত্রদ‌লের সভাপ‌তি শহীদুল আলম শহীদ, চান্দগাঁও থানা যুবদলের আহ্বায়ক মোঃ গোলজার হোসেন, পাঁচলাইশ থানা যুবদ‌লের আহবায়ক মো: আলী সাকি, খুলশী থানা স্বেচ্ছা‌সেবক দলের আহবায়ক মোঃ রায়হান আলম ও যুবদ‌ল নেতা মোঃ কফিল উদ্দিন।

আদালতে বিএনপি নেতাদের প‌ক্ষে শুনানি করেন বিএন‌পির ভাইস চেয়ারম্যান ব্যা‌রিষ্টার মীর মো. না‌ছির উ‌দ্দিন, সুপ্রিম কোর্ট বারের সাবেক সাধারণ সম্পাদক বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন, এড. আবদুল মান্নান, এড. মু‌জিবুর রহমান।

বিএনপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ৫ জানুয়ারী গণতন্ত্র হত্যা দিব‌সে জামালখানস্থ চট্টগ্রাম প্রেস ক্লা‌বের সাম‌নে কেন্দ্রঘো‌ষিত মহানগর বিএন‌পির মানববন্ধন কর্মসূ‌চি পালনকা‌লে পু‌লিশ বিনা উস্কানি‌তে বিএন‌পি নেতাকর্মী‌দের উপর হামলা চালিয়ে অসংখ্য নেতাকর্মীদের আহত করে। উল্টা ৪৯ জন‌কে গ্রেফতার ও ২৬ জন ‌বিএন‌পি নেতাকর্মী‌কে এজাহারভূক্ত ক‌রে সর্ব‌মোট ৭৫ জন‌কে আসা‌মি ক‌রে নাশকতার অভিযোগে সিএমপির কোতোয়ালি থানায় এই মামলা দায়ের করে।