অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় চালকসহ নিহত ২

0
.

জেলার ফটিকছড়ি উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক বৃদ্ধ সজ ২ জনের মৃত্যু হয়েছে।

এরমধ্যে ট্রাকের চাপায় আবুল কাসেম (৭৫) এবং মোহাম্মদ সোহাগ (১৯) নামের এক সিএনজি চালক নিহত হয়েছেন।

আজ সোমবার (২৩ মে) দুপুরে নাজিরহাট-কাজিরহাট সড়কের সুয়াবিল টেকের দোকান সংলগ্ন ঈদগাহ এলাকায় সিমেন্ট ভর্তি ট্রাকের চাপায় আবুল কাসেম ও বিকেলে দাঁতমারা ঢালার মুখ নামক স্থানে দুই সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চালক সোহাগের মৃত্যু হয়।

স্থানীয়রা জানান, দুপুরে বৃদ্ধ আবুল কাশেম বিলের মধ্যে গরু চড়াতে দিয়ে রাস্তার পাশে বসে বিশ্রাম নিচ্ছিলেন। এসময় বেপরোয়া গতির সিমেন্ট বোঝাই ট্রাকটি আবুল কাশেমকে চাপা দিয়ে সড়কের খাদে পড়ে উল্টে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে নাজিরহাটস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।

স্থানীয় কাউন্সিলর মোহাম্মদ জয়নাল আবেদীন জানান, নিহ আবুল কাসেম উক্ত এলাকার ইউছুপ আলী চৌধুরী বাড়ির বাসিন্দা।

.

এদিকে সকাল ১১টার দিকে দাঁতমারা ঢালার মুখ নামক স্থানে দুইটি সিএনজির মুখোমুখি সংঘর্ষে ঘটনা ঘটে।

এতে একটি সিএনজির চালক মোহাম্মদ সোহাগ (১৯) ঘটনাস্থলে মারা যান। এসময় সিএনজির যাত্রী দুই কলেজছাত্রী আহত হয়েছেন।

নিহত চালক সোহাগ হেঁয়াকো চৌধুরীপাড়ার আবদুস সালামের পুত্র।

ভুজপুর থানার অফিসার্স ইনচার্য হেলাল উদ্দিন ফারুকী জানান, হেঁয়াকো থেকে যাত্রীবাহী একটি সিএনজি অটোরিকশা দাঁতমারা বাজারের দিকে যাচ্ছিল উল্টোদিকে থেকে আসা আরেকটি খালি সিএনজির মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে সিএনজি চালক সোহাগের মৃত্যু হয়। এঘটনায় আরও দুই কলেজ ছাত্রী আহত হয়েছে।