অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

চট্টগ্রাম থেকে ৪১৭ জন হজযাত্রী নিয়ে প্রথম ফ্লাইট ছেড়ে গেল

0
.

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মদিনার উদ্দেশ্যে প্রথম হজ ফ্লাইট ছেড়ে গেছে। আজ বুধবার (১৫ জুন) দুপুর পৌন ২টার দিকে ৪১৭ জন হজযাত্রী নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বোয়িং ৭৭৭-৩০০ ইআর ফ্লাইটটি মদিনা বিমান বন্দরের উদ্দেশ্যে চট্টগ্রাম ছেড়ে যান।

করোনার কারণে দুই বছর পর হজযাত্রীদের বিদায় জানাতে আসা স্বজনদের আনাগোনায় মুখর হয়ে ওঠে বিমানবন্দর এলাকা।

বিমানের মহাব্যবস্থাপক, শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক, আটাব নেতা ও স্বজনরা এসময় তাদের বিদায় জানান।

বিমান বন্দরের স্টেশন ম্যানেজার উইং কমান্ডার ফরহাদ হোসেন বলেন, দুপুর পৌনে ২টার দিকে হজযাত্রীদের নিয়ে বিমান বাংলাদেশের বিমানের বিজি-৩২১১ ফ্লাইটটি ছেড়ে গেছে। এটি বিকেল ৫টার দিকে মদিনা বিমান বন্দরে অবতরণ করেছে।

.

সূত্র জানায়, এবার বাংলাদেশের ৫৭ হাজার ৫৮৫ জন হজে যাবেন। এর ৫০ শতাংশ হিসেবে ২৮ হাজার ৭৯৩ জন বিমান আনা-নেওয়া করবে। গত ১৪ জুন পর্যন্ত ১৬ ফ্লাইটে ৬ হাজার ৫৪৯ জনকে সৌদি নিয়ে গেছে বিমান। এবার প্রি হজে ৬৫টি ডেডিকেটেড ফ্লাইট পরিচালনা করবে বিমান। হজের রিটার্ন টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৪০ হাজার টাকা।

চট্টগ্রাম থেকে ৫ হাজার ২শ হজযাত্রী পবিত্র হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরব যাবেন। ১১টি ডেডিকেটেড ফ্লাইটের মাধ্যমে হজযাত্রী পরিবহন করবে বাংলাদেশ বিমান। ডেডিকেটেড ফ্লাইটগুলোর মধ্যে হজযাত্রী নিয়ে দুটি ফ্লাইট মদিনায় যাবে। বাকি ৯টি ফ্লাইট জেদ্দা বিমানবন্দরে যাবে।