অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

ফয়’স লেক ও বরিশাল ঘোনায় পাহাড় ধসে ৪ জনের মৃত্যু

0
ছবি : এনাম হায়দারের সৌজন্যে

চট্টগ্রামে টানা বুষ্টির কারণে পাহাড় ধসের ঘটনা ঘটেছে। মহানগরীর আকবরশাহ থানা এলাকায় পৃথক দুটি পাহাড় ধসের ঘটনায় ৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৪ জন।

নিহতরা হলেন, শাহীনুর (৩২), লিটন (২৪), ইমন (১৪),ও মাইনুর আখতার (২০)।

গতকাল শুক্রবার (১৭ জুন) দিবাগত রাত ১ টার দিকে আকবর শাহ থানার বরিশাল ঘোনা ও রাত ৩ টার দিকে ফয়’স লেকের বিজয় নগর এলাকায় এসব পাহাড় ধসের ঘপনা ঘটে।

পাহাড় ধসে পড়ার পর আহত নিহতদের উদ্ধার।

আকবর শাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়ালি উদ্দিন আকবর বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, রাত ১ টার দিকে চট্টগ্রামের আকবরশাহ থানার ১ নম্বর ঝিলের বরিশাল ঘোনা এলাকায় পাহাড় ধসের ঘটনা ঘটে।পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে ৫ জনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক শাহিনুর আক্তার (২৬) ও মাইনুল আক্তার (২৪) নামে ২ জনকে মৃত ঘোষণা করেন।

এরপর রাত তিনটার দিকে ফয়েস লেকের লেকসিটি বিজয় নগর এলাকায় পাহাড় ধসের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ করে। সেখানে লিটন ( ২৩) ও ইমন (১৪) নামে দুইজনের মৃত্যু হয়।

.

চট্টগ্রাম পতেঙ্গা আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, চট্টগ্রামে গত ৩ দিন ধরে টানা বৃষ্টি হচ্ছে। আজ শনিবার সকাল ছয়টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ৪৮ দশমিক ৮ মিলিমিটার বৃষ্টি হয়েছে। আজকেও বৃষ্টি অব্যাহত থাকবে।

চট্টগ্রাম জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, কয়েক দিনের ভারী বৃষ্টির কারণে পাহাড় ধসের আশঙ্কায় গতকাল শুক্রবার সকাল থেকে জেলা প্রশাসনের পক্ষ থেকে ঝুঁকিপূর্ণ এলাকায় মাইকিং ও সেখান থেকে সরে যাওয়ার জন্য নির্দেশনা দেওয়া হলেও অনেকে ঘরবাড়ি ছেড়ে যায়নি।

ভারী বর্ষণ ও দুর্যোগ মোকাবেলায় জেলা প্রশাসনের তত্ত্বাবধানে আগ্রাবাদ, বাকলিয়া, কাট্টলী ও চান্দগাঁও সার্কেলাধীন ১৯টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে।