অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

ফয়’স লেকে অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগে আটক ৪৫

3
.

চট্টগ্রাম নগরীর খুলশী থানার ফয়’স লেক এলাকায় বিভিন্ন আবাসিক হোটেলে মিনি চাইনিজে মাদক ও দেহ ব্যবসার অপরাধে ৬জন হোটেল ম্যানেজারকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড দিয়েছে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিলুর রহমান।

এর আগে সোমবার দুপুরে এক অভিযান চালিয়ে ফয়স লেকের বিভিন্ন হোটেল রেস্টুরেন্টের আড়ালে আসামাজিক কর্মকাণ্ডের  ৪৫ জন তরুণ তরুণীকে আটক করা হয়।

.

বিষয়টি নিশ্চিত করে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিলুর রহমান জানান, মোটেল সিক্স সোনালী (আবাসিক), মোটেল ফাইভ লেকসিটি, লেক ভিউ রিসোর্ট, রিয়েল পার্ক, হিল ভিউ রিসোর্ট সহ প্রায় ৫০ টি মিনি চাইনিজ এ মাদকের ও দেহ ব্যাবসার আসর বসে।

.

সেখান থেকে বিভিন্ন বয়সের ৪৫ জন ছেলে মেয়েকে আটক করা হয়। এদের মাঝে স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রী সহ চাকুরিজীবী, ব্যবসায়ীদের পাওয়া যায়।

৩ মন্তব্য
  1. AK Azad বলেছেন

    প্রশংসনিও

  2. Sagar Kamal বলেছেন

    হা হা হা…… মেজিট্রেট দেখেনা কেন একটা বাচ্চার ভর্তি ফি আদার্সের নামো ৫০০০০ টাকা নেয়… এরা জ্ঞানপাপী….

  3. Didarul Alam বলেছেন

    পুলিশ টিক কাজ করেছে,?। ফয়,”সলেকে দেহ ব্যবসার রম রম চলছে,’ পুলিশকে খেয়াল করে দিস,।