অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

দেশের উন্নয়নে অনলাইন সাংবাদিকরা বড় ভূমিকা রাখছে

0
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি ঃ
.

সীতাকুণ্ড অনলাইন জার্নালিষ্ট এসোশিয়েশনের সাথে উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এসএম আল মামুনের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

গত শনিবার বিকাল ৫ টায় চট্টগ্রামস্থ জামান হোটেল এন্ড রেস্টুরেন্টে এ সভা অনুষ্ঠিত হয়। এর আগে এস এম আল মামুনকে সাংবাদিকরা ফুল দিয়ে শুভেচ্ছা জানান। অনলাইন জার্নালিষ্ট এসোশিয়েশনের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বিএসসি পরিচালনা মতবিনিময় সভায় সভাপতিত্ত্ব করেন এসোশিয়েশনের সভাপতি জাহাঙ্গীর আলম।
.

এ সময় উপস্থিত অন্যান্যদের আরো উপস্হিত ছিলেন, এসোশিয়েশনের সহ-সভাপতি কাইয়ুম চৌধুরী, সাংগঠনিক সম্পাদক ইব্রাহীম খলিল, নির্বাহী সদস্য লিটন কুমার চৌধুরী, নাছির উদ্দিন অনিক, কামরুল ইসলাম দুলু, মীর মামুন, সবুজ শর্মা শাকিল, নাছির উদ্দিন শিবলু , মারুফ, বারৈয়ার ঢালা ইউনিয়ন আওয়মীলীগ সাধারণ সম্পাদক ইসমাইল সিরাজী প্রমুখ।

মতবিনিময়কালে উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এস এম আল মামুন বলেন, অনলাইন সাংবাদিকতা এখন বিশ্ব জুড়ে স্বীকৃত, মূহুর্তের সংবাদ মূহুর্তে পেতে অনলাইন সাংবাদিকতার কোন বিকল্প নেই, অনলাইন সাংবাদিকদের সংগঠন ” সীতাকুণ্ড অনলাইন জার্নালিষ্ট এসোসিয়েশন গঠনকে আমি সাধুবাদ জানাই। সাংবাদিকরা দেশের উন্নয়নে অগ্রনী ভূমিকা পালন করছেন। তাই বস্তুনিষ্ট সংবাদ পরিবেশন করে জন নেত্রী শেখ হাসিনার উন্নয়নের অগ্রযাত্রাকে এগিয়ে নিয়ে যেতে হবে। সে সাথে উন্নয়নে বাধাগ্রস্থকারীদের বিরুদ্ধে লেখনির মাধ্যমে জাতির সামনে তোলে ধরার আহবান জানাচ্ছি।