অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

মন্ত্রী নূরুল ইসলাম বিএসসি’র বড় ভাইয়ের ইন্তেকাল

2
.

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নূরুল ইসলাম বিএসসি’র বড় ভাই সমাজ সেবক আব্দুর সাত্তারের ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে…. রাজিউন)। আজ ১৯ জানুয়ারি ভোর রাত সাড়ে ৩ টার দিকে বার্ধক্যজনিত কারণে চট্টগ্রাম মহানগরীর চাঁদগাও থানার পাঠানিয়া গোদা এলাকায় একটি ক্লিনিকে মারা যান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৭ বছর।

মন্ত্রী বিএসসির এপিএস নিয়াজ মোরশেদ নিরু পাঠক ডট নিউজকে এ খবর নিশ্চিত করেছেন।

মৃত্যুকালে মরহুম আবদুর সাত্তার দুই ছেলে, তিন মেয়ে ও নাতি-নাতনীসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে যান।

মরহুমের জানাযা আগামীকাল ২০ জানুয়ারি বাদ জুম্মা পাঠানিয়া গোদা মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।

জানাযা শেষে তাঁকে একই এলাকার পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

উল্লেখ্য, চার ভাই ও চার বোনের মধ্যে মরহুম আবদুর সাত্তার দ্বিতীয় ছিলেন। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি’র ভাই ও চট্টগ্রাম চান্দগাঁও পাঠানিয়াগোদা নিবাসী বিশিষ্ট সমাজ সেবক আবদুর সাত্তার-এর মৃত্যুতে মন্ত্রনালয়ের সচিব শামসুন নাহার, জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক মোঃ সেলিম রেজা, ওয়েজ আর্নাস কল্যাণ বোর্ড এর মহাপরিচালক গাজী মোহাম্মদ জুলহাস, এনডিসি এবং বাংলাদেশ ওভারসীজ এন্ড এমপ্লয়মেন্ট সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল) এর ব্যবস্থাপনা পরিচালক মরণ কুমার চক্রবর্তী গভীর শোক প্রকাশ করেন এবং মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

এক বিবৃতিতে তারা বলেন সমাজসেবক আব্দুর সাত্তারের মৃত্যুতে চাঁদগাও একজন সমাজসেবক ও কৃতী সন্তানকে হারালো।

২ মন্তব্য
  1. Md Alauddin বলেছেন

    ইননালিললাহি …..রাজিউন

  2. Kamal Uddin বলেছেন

    ইননালিললাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।।