অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

ভরিপ্রতি স্বর্ণের দাম কমেছে দেড় হাজার টাকা

0
gold
আবার কমলো স্বর্ণের দাম।

টানা কয়েক দফা বাড়ার পর দেশের বাজারে বিভিন্ন ধরনের স্বর্ণের দাম এবার কমল। ভরিপ্রতি এক হাজার ৫১৫ টাকা পর্যন্ত কমানো হয়েছে স্বর্ণের দাম।

রোববার বাজুস সাধারণ সম্পাদক এনামুল হক খান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাজুস কার্যনির্বাহী কমিটির সদস্যদের সর্বসম্মত মতামতের ভিত্তিতে স্বর্ণ ও রুপার নতুন দর নির্ধারণ করা হয়েছে।

মঙ্গলবার থেকে সারাদেশে স্বর্ণের নতুন এই দর কার্যকর হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। এছাড়া রুপার দাম ভরিতে ৫ টাকা কমেছে বলেও জানিয়েছে স্থানীয় ব্যবসায়ীদের সংগঠন বাজুস।

সর্বশেষ গত ৬ মে স্বর্ণের দাম বাড়ানো হয়েছিল ভরপ্রতি এক হাজার ২২৫ টাকার মতো। এর দুই মাস আগে গত ৫ মার্চও স্বর্ণের দাম প্রতি ভরিতে এক হাজার ২২৫ টাকার মতো বাড়িয়েছিল সমিতি।