অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

চার জেলায় বজ্রপাতে ৮ জন নিহত

0
74811_1
ছবি: প্রতীকি

বজ্রপাতে ঝিনাইদহ, ময়মনসিংহ, টাঙ্গাইল এবং গাজীপুরের তিন মাছ ব্যবসায়ীসহ চার জেলায় আট জন নিহত হয়েছে।

ময়মনসিংহ: ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ভাংনামারী ইউনিয়নে সোমবার বজ্রপাতে টেঙ্গুরিয়াকান্দা গ্রামের ইসব আলীর ছেলে কৃষক মারফত আলীর (৫০) মৃত্যু হয়েছে। এ সময় ফারুক মিয়া আহত হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, বিল থেকে গরু নিয়ে বাড়ি আসার পথে বজ্রপাতে ঘটনাস্থলেই মারফত আলী মারা যান।

গাজীপুর: গাজীপুরের কালীগঞ্জে বজ্রপাতে তিন মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন। সোমবার দুপুরে উপজেলার জামালপুর ইউনিয়নের কাপাইস গ্রামের কৈদ্যার (কাপাইস) বিলে এ ঘটনা ঘটে। বিকেল ৫টার দিকে তাদের মরদেহ উদ্ধার করেছে কালীগঞ্জ থানা পুলিশ।

নিহতরা হলেন ওই ইউনিয়নের কাপাইশ গ্রামের মৃত সতিশ দাসের ছেলে মুকুন্দ দাস (৫৬), প্রেমচরণ দাসের ছেলে সুদন দাস (৫২) ও মোক্তারপুর ইউনিয়নের শিংলাব গ্রামের মৃত রসনা দাসের ছেলে নিরদ দাস (৩৫)।

জামালপুর ইউপি চেয়ারম্যান মো. মাহবুবুর রহমান ফারুক মাস্টার জানান, নিহতরা পেশায় মাছ ব্যবসায়ী। তাই তিনজন মিলে উপজেলার কৈদ্যার (কাপাইস) বিলে মছ চাষ করতেন। দুপুরে তাদের খামারে মাছের খাবার দিতে যায়। এ সময় বৃষ্টি হওয়ায় বিলের মধ্যে পাহাড়ার জন্য তাদের তৈরি করা ছোট্ট একটি ঘরে তিনজনই আশ্রয় নেন। এ সময় ওই ঘরে বজ্রপাত হয় এবং ওই ঘরের তিনজনই নিহত হয়।

এছাড়া গাজীপুরে শ্রীপুরে সোমবার দুপুরে বৃষ্টিপাতের সময় বজ্রপাতে কৃষক ইউনুছ আলীর (৫৯) মৃত্যু হয়েছে। তিনি শ্রীপুর উপজেলার বৈরাগীরচালা গ্রামের মৃত জহুর আলীর ছেলে।

শ্রীপুর থানার এএসআই মো. রুহুল আমিন জানান, সোমবার দুপুরে মাঠে গরু আনতে গিয়ে বজ্রপাতের কবলে পড়েন ইউনুছ আলী। বজ্রপাতে তার শরীরের বিভিন্ন অংশ ঝলসে যায়। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঝিনাইদহ: ঝিনাইদহের মহেশপুর উপজেলায় বজ্রপাতে এক নারী ও কিশোরের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন আরো দু’জন।

সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-উপজেলার নলপোতা গ্রামের শুকুর জান (৩৫) ও নস্তি গ্রামের প্রশান্ত দাস (১৩)। আহত শান্ত (১৫) ও ময়না খাতুনকে (৬০) যশোর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হচ্ছে। তাদের বাড়ি নলপোতা গ্রামে।

মৃত শুকুরজানের খালু শুকুর আলী ও প্রশান্ত দাসের আত্মীয় প্রেম কুমার দাস এ তথ্য জানিয়েছেন।

টাঙ্গাইল: টাঙ্গাইলের বাসাইলে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থীর বিজয় মিছিলের সময় বজ্রপাতে রবিউল ইসলাম (২৭) নামের এক যুবক নিহত হয়েছেন। এ সময় কমপক্ষে ৮ জন আহত হয়েছেন।

সোমবার দুপুর ২টার দিকে উপজেলার কাউলজানী ইউনিয়নের মলিয়ানপুর উত্তরপাড়াতে এ ঘটনা ঘটে। রবিউল কাউলজানী গ্রামের চকপাড়ার বছির উদ্দিনের ছেলে।

জানা যায়, ২৮ মে অনুষ্ঠিত নির্বাচনে উপজেলার কাউলজানী ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী হাবিবুর রহমান হবি চৌধুরী বিজয়ী হন। তার বিজয় উপলক্ষে সোমবার দুপুরে আনন্দ মিছিল বের হয়। মিছিলটি দুপুরে মলিয়ানপুর এলাকায় এসে পৌঁছালে হঠাৎ বজ্রপাত ঘটে। এতে গুরুতর আহত হয় রবিউলসহ ৯ জন। তাদের বাসাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রবিউল ইসলামকে ঘোষণা করেন।