অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

অবশেষে পরিবহন ধর্মঘট প্রত্যাহার

3

দুইদিন ধরে নানা ভোগান্তির পর অবশেষে সারাদেশে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। মালিক, শ্রমিক ও সরকারের ত্রিপক্ষীয় বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়। আইনগতভাবে সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান।

এর আগে সকালে পরিবহন ধর্মঘটের দ্বিতীয় দিনে, রাজধানীর গাবতলীতে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে শ্রমিকদের দফায় দফায় সংঘর্ষে একজন নিহত হয়েছেন। নিহত শাহ আলম ঢাকা-সাভার রুটে চলাচলকারী বৈশাখী পরিবহনের চালক। সকাল সাড়ে এগারোটার দিকে আহত অবস্থায় ঢাকা মেডিকেলে নেয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

সকাল থেকেই গাবতলীর রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন শ্রমিকরা। থেমে থেমে ইট পাটকেল নিক্ষেপ করেন পুলিশের ওপর। ধর্মঘটের দ্বিতীয় দিনেও ঢাকার সাথে বন্ধ হয়ে যায় দেশের যোগাযোগ ব্যবস্থা। এতে চরম দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ। যানবাহন না পেয়ে, ঘণ্টার পর ঘণ্টা রাস্তায় দাঁড়িয়ে থাকতে হচ্ছে অনেককে। ভুক্তভোগীরা বলছেন, যাত্রীদের জিম্মি করে এ ধরনের আন্দোলন কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। অচলাবস্থা দেখা দিয়েছে, ব্যবসা বাণিজ্যেও।

৩ মন্তব্য
  1. Maruf Uddin Nirub বলেছেন

    শয়তান খানের অবিলম্বে মন্ত্রী পদ কেড়ে নিয়ে স্থলযান ও নৌজান কে মুক্তি দেয়া হউক।

  2. Tu Hin বলেছেন

    সবটাই নাটক। পবিচালক শাহজাহান খান।

  3. জাহিদ হাসান শুভ বলেছেন

    বাংলার ইতিহাসে আমরাই প্রথম মজার সব আজব কথা নিয়ে আমাদের এই পেইজ।।।ঘুরে আসুন ভালো লাগবে।।।আর লাইক দিয়ে পাশে থাকুন আজিব মামা আজিব মামা আজিব মামা