অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

দলীয় কার্যালয়ে সমাবেশ করতে না পেরে জামালখানে ঝটিকা মিছিল ছাত্রদলের

1
.

চট্টগ্রামে দলীয় কার্যালয় নাসিমন ভবনে ছাত্রদলকে সমাবেশ করতে দেয়নি পুলিশ। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দুর্নীতি মামলায় চার্জশিট দেয়ার প্রতিবাদে অাজ শনিবার দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচির অংশ হিসেবে দলীয় কার্যালয় নাসিমন ভবনের সামনে বিক্ষোভ সমাবেশের কথা ছিল।

কিন্তু তার আগেই ভোর থেকে বিপুল সংখ্যক পুলিশ নাসিমন ভবন ঘিরে রাখে। এবং সন্ধ্যা পর্যন্ত তারা নাসিমন ভবনের সামনে অবস্থান করছিল।

ছাত্রদল নেতারা জানান সকালে সমাবেশে অংশ নিতে দলের নেতাকর্মীরা বিচ্ছিন্ন ভাবে জড়ো হওয়ার চেষ্টা করলে পুলিশ তাদের তাড়িয়ে দেয়। তবে দলীয় কার্যালয়ে সমাবেশ করতে না পারলেও নগরীর কাজীর দেউড়ি এলাকায় থেকে জামালখান পর্যন্ত ঝটিকা মিছিল করেছে ছাত্রদল মহানগরীর নেতা কর্মীরা।

এ ব্যাপারে কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জসিম উদ্দিন পাঠক ডট নিউজকে উর্দ্ধতন কর্তৃপক্ষের নির্দেশে ছাত্রদলকে সমাবেশ করতে দেয়া হয়নি। তারা আমার কাছে সমাবেশ করা অনুমতি চেয়েছিল। অনুমতি না পেয়ে সমাবেশ করতে পারেনি। নাসিমন ভবনে আমাদের পুলিশ মোতায়েন করা হয়েছে।

এক প্রশ্নে জবাবে ওসি বলেন, ছাত্রদল কাজীর দেউড়ি এলাকায় মিছিল করেছে এমন কোন তথ্য আমার জানা নেই।

দুপুরে নগর ছাত্রদলের সভাপতি গাজি সিরাজ উল্লাহ বলেন, আমরা দেশ নেত্রীর বিরুদ্ধে দুর্নীতি মামলায় চার্জশিট দেয়ার প্রতিবাদে কেন্দ্রিয় কর্মসূচি পালন করেছি। কাজীর দেউড়ি থেকে মিছিল করে জামালখান প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ করেছি। তবে নাসিমন ভবনে কর্মসূচি দিলেও সেখানে পুলিশের বাধার কারণে আমাদের নেতাকর্মীরা দিনভবর দলীয় কার্যালয়ে যেতে পারেনি।

বিকালে নগর ছাত্রদলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা ভিত্তিহীন মামলায় চার্জশীট দেওয়ার প্রতিবাদে জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচি উপলক্ষে চট্টগ্রাম মহানগর ছাত্রদলের উদ্যোগে কাজীর দেউরী হতে প্রেসক্লাব পর্যন্ত এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ নগর ছাত্রদলের সভাপতি গাজী মোঃ সিরাজ উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। ছাত্রদলের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন বুলুর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন, নগর ছাত্রদলের যুগ্ম সম্পাদক জালাল উদ্দিন সোহেল, যুগ্ম সম্পাদক আলী মর্তুজা খান, কেন্দ্রীয় ছাত্রদলের সদস্য শেখ রাসেল, নগর ছাত্রদলের যুগ্ম সম্পাদক জমির উদ্দিন নাহিদ, কোতোয়ালী থানা ছাত্রদলে সাধারণ সম্পাদক ছাদেকুর রহমান রিপন, হালিশহর থানা ছাত্রদলে সাধারণ সম্পাদক শাহীন আহমেদ কবির, চান্দগাঁও থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক গোলজার হোসেন সহ বিভিন্ন কলেজ, থানা ও নগর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এসময় চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সভাপতি গাজী সিরাজ বলেন, খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা মামলা গ্রেফতারী পরোয়ানা জারির পরিণাম শুভ হবে না। আওয়ামীলীগের কর্তৃত্ববাদী শাসন ব্যবস্থার বিরুদ্ধে খালেদা জিয়া স্বোচ্ছার হওয়ার কারণে এই গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। খালেদা জিয়াকে মামলার বেড়াজালে আটকে রেখে সরকার একতরফা নির্বাচনের ষড়যন্ত্র করছে। খালেদা জিয়াকে নির্বাচনে অযোগ্য ঘোষণা করতে একের পর এক মামলা দেওয়া হচ্ছে। খালেদা জিয়া এদেশের জনগণের নেত্রী। খালেদা জিয়ার বিরুদ্ধে যেকোন ষড়যন্ত্র এদেশের জনগণকে সাথে নিয়ে ছাত্রদল রুখে দাড়াবে।

ছাত্রদলে সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন বুলু বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলার ১৬ কোটি মানুষের নন্দিত নেত্রী। মহান স্বাধীনতা ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্ত্রী বাংলার গণমানুষের চেতনা দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আওয়ামীলীগ খালেদা জিয়ার জনপ্রিয়তায় ঈষান্বিত হয়ে এ খালেদা জিয়ার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, মিথ্যা জড়ানোর চেষ্ঠা করছে। অবিলম্বে সকল মিথ্যা মামলা পরিহার করা না হলে সারা বাংলাদেশে জাতীয়তাবাদী ছাত্রদল বৃহত্তর আন্দোলন কর্মসূচি ঘোষণা করবে।

 

১ টি মন্তব্য
  1. Purabi Eti Purabi Eti বলেছেন

    Go on