অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

কারাগারে মীর কাসেমের মৃত্যু পরোয়ানা

0
full_1289473241_1465230974
জামায়াত নেতা মীর কাসেম আলী। ফাইল ছবি

মানবতাবিরোধী অপরাধের অভিযোগে মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত আসামি জামায়াত নেতা মীর কাসেম আলীর মৃত্যু পরোয়ানা কারাগারে নিয়ে যাওয়া হয়েছে।

সোমবার সন্ধ্যার পর ট্রাইব্যুনালের কর্মকর্তা পারভেজ আহমেদের নেতৃত্বে ৩ সদস্যের প্রতিনিধি দল ট্রাইব্যুনালের বিচারকদের সই করা লাল কাপড়ে মোড়ানো মৃত্যু পরোয়ানা ও রায়ের কপি কারাগারে নিয়ে যান।

এর আগে ট্রাইব্যুনালের রেজিস্টার শহীদুল আলম ঝিনুক সাংবাদিকদের জানান, মানবতাবিরোধী অপরাধের অভিযোগে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মীর কাসেম আলীর মৃত্যু পরোয়ানায় ট্রাইব্যুনালের বিচারকেরা সই করেছেন।
তার আগে আপিলের রায়ের কপি ট্রাইব্যুনালে পৌঁছেছে।

সোমবার সুপ্রিম কোর্টের সহকারী রেজিস্টার মেহেদি হাসানের নেতৃত্বে বেলা সোয়া ৩টার দিকে একটি প্রতিনিধি দল রায়ের কপি নিয়ে ট্রাইব্যুনালে যান।

সকালে বিচারপতিদের স্বাক্ষর শেষে ২৪৪ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় দুপুর সোয়া ১২টার দিকে সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে।

গত ৮ মার্চ প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে পাঁচ সদস্যের আপিল বেঞ্চ ট্রাইব্যুনালে মীর কাসেম আলীকে দেওয়া মৃত্যুদণ্ড বহাল রাখেন। তবে ট্রাইব্যুনাল দুটি অভিযোগে মৃত্যুদণ্ড দিলেও আপিল বিভাগ একটি অভিযোগে এই দণ্ড বহাল রাখেন।