অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

সীতাকুণ্ডে তেলের ডিপুসহ দুটি প্রতিষ্ঠান সীলগালা: লাখ টাকা জরিমানা

0
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধিঃ
.

সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের গামারীতলা ও ভাটিয়ারীর মাদাম বিবির হাট এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে একটি কালো তেলে ডিপু ও একটি বিশুদ্ধ পানি তৈরীর প্রতিষ্ঠান বন্ধ করে দেয়া হয়েছে।

এসময় মেসার্স এম এ এন্টারপ্রাইজ নামে জাহাজের কালো তেলের ডিপুর মালিক মো. মোজাহের উদ্দিনকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার বিকালে উপজেলা নির্বাহী ম্যাজিষ্টেট্র ও সহকারী কমিশনার (ভূমি) মো রুহুল আমীন এ অভিযান পরিচালনা করেন। তার সাথে উপস্থিত ছিলেন বিএসটিআই এর কর্মকর্তা ও সীতাকুণ্ড থানার পুলিশ।
.

ম্যাজিষ্টেট্র মো রুহুল আমীন জানান, অভিযানকালে গিয়ে দেখা যায় এর মালিক সম্পুর্ন দেশীয় পদ্ধতিতে জাহাজের পোড়া তেল প্রক্রিয়াজাত করে বিক্রি করছেন, মজুদও করছেন দেশীয় পদ্ধতিতে। এর ফলে আশেপাশেরর পুকুর ডোবার পানি দুষিত হয়ে কালো আকার ধারন করেছে। প্রতিষ্ঠানের বিস্ফোরক অধিদপ্তর এর কোন লাইসেন্স নেই। অগ্নিনির্বাপক যন্ত্র ছিল নেই, ফায়ার সার্ভিস এর কোন লাইসেন্স নেই। তেল প্রক্রিয়া করার ফলে মাটির রংও কালো আকার ধারন করেছে। পরিবেশের ছাড়পত্র ছাড়া তেল প্রক্রিয়াকরণ ও পরিবেশ দুষনের দায়ে প্রতিষ্ঠানের সত্ত্বাধিকারী -মো মোজাহের উদ্দিনকে এক লাখ টাকা জরিমানা করা হয়। এবং পরিবেশের ছাড়পত্র গ্রহনের না করা পর্যন্ত বন্ধ করে দেয়া হয়।

অপর দিকে ভাটিয়ারী মাদাম বিবির হাট এলাকার মেসার্স ‘আর ও ড্রিংকিং ওয়াটার এবং কনিকা ব্যাটারি ওয়াটার কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়।  ‘আর ও ড্রিংকিং ওয়াটার এবং কনিকা ব্যাটারি ওয়াটার কারখানায় বিএসটিআই এর লাইসেন্স না থাকা সত্ত্বেও বিএসটি আই এর লোগো ব্যবহার করা ব্যাটারি’র পানিতে বিএসটিআই এর লোগো ব্যবহার করা কোনরকম কেমিস্ট ছাড়াই কর্মচারী দিয়ে পানি মিনারেল ওয়াটার উৎপাদনের কারনে কারখানা বন্ধ করে দেয়া হয়। এ প্রতিষ্ঠানের মালিককে না পাওয়ার কারনে দন্ড আরোপ করা সম্ভব হয় নি।
উল্লেখ্য, কর্মচারী স্বীকার করেছেন তাদের কোনো লাইসেন্স নাই।