অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

বোয়ালখালীতে ইয়াবা রোধে প্রশাসনের নিস্কৃয় ভূমিকায় ক্ষোভ

0

বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি:

.

চট্টগ্রামের বোয়ালখালীতে আইনশৃঙ্খলা কমিটির সভায় ইয়াবা ব্যবসায়ীদের বিরুদ্ধে জোরালো ব্যবস্থা নেয়ার আহবান জানান জনপ্রতিনিধিরা।

বৃহস্পতিবার (২০ এপ্রিল) উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত মাসিক আইনশৃংখলার সভায় মরণ নেশা ইয়াবার বিস্তার রোধে প্রশাসন যথাযথ পদক্ষেপ নিতে পারছে না বলেও অভিযোগ তুলেন বক্তারা বলেন, বোয়ালখালীতে এমন কোন স্থান নেই ইয়াবা পাওয়া যায় না। হাত বাড়ালেই ইয়াবা।

পোপাদিয়ায় ইয়াবার ছড়াছড়ি চলছে জানিয়ে ইউপি চেয়ারম্যান এস এম জসিম উদ্দিন বলেন, এলাকায় কিছু যুবক মোটর সাইকেল নিয়ে ইয়াবা বিক্রি করে। খুব দ্রুতই তারা বিক্রি শেষে খেটে পড়ে ।

চরণদ্বীপ ইউপি চেয়ারম্যান সামশুল আলম জানান, চরণদ্বীপের আনাচে কানাচে বিক্রি হচ্ছে ইয়াবা। এ ব্যাপারে পুলিশকে জানিয়েও কোন প্রতিকার পাওয়া যাচ্ছে না ।

উপজেলা চেয়ারম্যান মো. আতাউল হক প্রধান অতিথি’র বক্তব্যে বলেন, ইয়াবা সমস্যা এখন উপজেলা জটিল আকার ধারণ করেছে। সে ব্যাপারে পদক্ষেপ নিতে হবে। সময় থাকতে নিয়ন্ত্রণ করা গেলে আইন শৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে।

থানা প্রতিনিধি উপ-পুলিশ পরিদর্শক  মো. বেলাল হোসেন জানান, প্রতিদিন মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হচ্ছে। তবে মাদক বিক্রেতারা আইনের চোখকে ফাঁকি দিয়ে এ কর্মকান্ড পরিচালনা করছে। তাদের ব্যাপারে পুলিশি নজরদারি আছে। যে কোনো মূর্হুতে তাদের কব্জায় আনা হবে।

সহকারী কমিশনার (ভূমি) সুরাইয়া আকতার সুইটির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী ওবাইদুল হক হক্কানী, মহিলা ভাইস চেয়ারম্যান শাহিদা আকতার শেফু, আওয়ামীলীগ নেতা নুরুল আলম, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা এস এম সেলিম, জাসদের সাধারণ সম্পাদক মনির উদ্দিন খান, মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার মো. হারুন মিয়া, মহিলা বিষয়ক কর্মকর্তা এস এম জিন্নাত সুলতানা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রতন কুমার দে, উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) লতিকা রত্মম মান্না, আনসার ভিডিপি কর্মকর্তা রহমত উল্লাহ চৌধুরী, চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর এজিএম মফিজুল ইসলাম, ইউপি চেয়ারম্যান আবদুল মোনাফ, মো. বেলাল হোসেন, হামিদুল হক মন্নান, কাজল দে, সামশুল আলম, পৌর কাউন্সিলর সুনিল চন্দ্র ঘোষ, শামীম আরা বেগম ও দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক আফাজুর রহমান।