অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

“সরকার ক্ষমতা হারালে নেতাকর্মীদের দেশ ছেড়ে পালাতে হবে”-সেতু মন্ত্রী

53

দলের নেতাকর্মীদের প্রতি হুঁসিয়ারী করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন,“সরকার ক্ষমতা হারালে নেতাকর্মীদের দেশ ছেড়ে পালাতে হবে” তাই সময় থাকতে অবৈধভাবে উপার্জন করা অর্থ দেশের জন্য উন্নয়নের জন্য ব্যয় করার জন্য অনুরোধ জানান তিনি ।

তিনি বলেন বৈধ অবৈধভাবে উপার্জন অর্থ দিয়ে কি করবেন? যদি দল ক্ষমতায় না থাকে। দলকে ক্ষমতায় রাখতে এবং আগামী নির্বাচনে যাতে আওয়ামী লীগ আবারও জনগণের ভোটে ক্ষমতায় আসে সে জন্য সকল অর্থ দেশের জন্য জনগণের উন্নয়নের জন্য ব্যায় করুন।

তিনি আজ শনিবার দুপুরে নগরীর পাঁচলাইশ থানাধীন কিং অব চিটাগাং কমিউনিটি সেন্টারে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, দেশের টাকা লুটকরে উন্নয়ন বন্ধ করে মানুষের মন জয় করা যায় না। সরকার যদি দেশের মানুষকে ভালোবেসে একের পর এক উন্নয়ন করে যায় তাহলেই জনগণ সেই সরকারকে বারবার ক্ষমতায় বসার সুযোগ দেয় দেশ শাসনের জন্য। সুতরাং দেশের উন্নয়নের ক্ষাতে ব্যবহৃত কিছু লুট করে বড় লোক হওয়ার লালসা করবেন না । কারন সেই অর্থ ভোগ করতে হলে আপনাকে ক্ষমতায় থাকতে হবে । আর এই লালসার ফলে আপনার সরকার ক্ষমতায় না থাকলে আপনাকে দেশ ছেড়ে পালাতে হবে।

বিএনপি এখন জাতীয় নালিশ পার্টি হিসেবে পরিনত হয়েছে উল্লেখ্য আওয়ামী লীগের এ শীর্ষ নেতা বলেন, তাদের কাজ হলো শুধু শুধু দেশের মানুষের কাছে নয় সারা বিশ্বের মোড়লদের দরবারে দরবারে গিয়ে নালিশ পেশ করা। আর এত কিছু করার পরও তারা প্রতিটি পদে পদে ব্যর্থ হচ্ছে। তার প্রমাণ হলো কিছু দিন আগে হয়ে যাওয়া আমেরিকার নির্বাচনকে ঘিরে তাদের ছিল নানা জল্পনা কল্পনা। তারা ভেবে ছিল ডোনাল্ড ট্রাম্প বিজয়ী হলে বিএনপিকে ক্ষমতায় বসিয়ে দিবে। কিন্তু তাদের স্বপ্ন সফল হলো না।

এর আগেও ভারতের নির্বাচনকে নিয়েও ছিল তাদের উৎসব মুখর মাতামাতি। কিন্তু তাদের দেওয়া সব নালিশ একে একে ভেস্তে যায়।

বিএনপি নেতাদের উদ্দেশ্যে তিনি বলেন, “আপনাদের কাছে আকুল আবেদন পরের দেশে ভিক্ষা না চেয়ে নিজের দেশের জনগণের কাছে এসে ক্ষমা চেয়ে নির্বাচনে আসেন। আর জনগণ আপনাদের দিকে মুখ ফিরিয়ে তাকালে ক্ষমতায়ও আসতে পারেন। সুতরাং সহিসংতা বন্ধ করে দেশ ও জনগণের কল্যাণ সাধনে আসছে জাতীয় নির্বাচনে অংশ গ্রহণ করেন।

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের দুই শীর্ষ নেতার সম্প্রতি বিরোধ নিয়ে ওবায়দুল কাদের মহানগর সভাপতি এবিএম মহিউদ্দীন চৌধুরীকে উদ্দেশ্য করে মন্ত্রী বলেন, চট্টগ্রাম আওয়ামীলীগের ঘাঁটি, আর এ ঘাঁটি রক্ষার সম্পূর্ন দায়িত্বই আপনার। নাছির কোন ভুল করলে সেটা বাহিরে জানাজানি হওয়ার আগেই নাছিরকে ঘরে ডেকে মিটিয়ে নেবেন। মনে রাখবেন, আপনাদের ঐক্যই প্রধানমন্ত্রীর সামনে নির্বাচনে জয়ের দৃঢ়তা বৃদ্ধি পাবে।
আমরা চাই চট্টগ্রামের সকল নেতাকর্মী ঐক্যবদ্ধ থাকুক, কারন আপনারা ঐক্যবদ্ধ থাকলে আমরা সারা বাংলাদেশ ঐক্যবদ্ধ থাকি।

নগর আওয়ামী লীগের সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরীর সভাপতিত্বে ও নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিটি মেয়র আজম নাছির উদ্দিনের সঞ্চালনায় সভায় বিশেষ অথিতির বক্তব্য রাখেন, আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ এমপি, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, সাংগঠনিক সম্পাদক এ,কে,এম এনামুল হক শামীম, সাংগঠনিক সম্পাদক ব্যারিষ্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, এম এ লতিফ এমপি।

৫৩ মন্তব্য
  1. Mohammed Ibrahim বলেছেন

    mamo hasa kotha koia dilla

  2. Atahar Siddiq Khasru বলেছেন

    G

  3. KM Hanif বলেছেন

    I like it..

  4. Monir Monir Khan বলেছেন

    No pala pli

  5. Md Mozahar বলেছেন

    দেশের জন্য এত কিচু করলেন। দেশ ছেডে পালাইতে হবে কেন?

    1. Abdul Motalab বলেছেন

      Hahaha

  6. Alim Uddin বলেছেন

    এই রকম পরিস্থিতির জন্য কে দায়ি????

  7. Mustafa Nayeem বলেছেন

    নেতা বুঝেছেন দেশের আসল অবস্থা। কিন্ত এক শ্রেনীর কাউয়া সব কিছু গুবলেট পাকিয়ে দিচ্ছে

  8. Mamun Sk বলেছেন

    আপনাদের মন্ত্রীরা তাহলে অনেক খারাপ শিকার করার জন্ন অনেক thanks

  9. Anuj Halder বলেছেন

    অাওয়ামীলিগের নেতা কর্মীদের কার্যকলাপে দেশের শান্তি শৃংঙ্খলা বর্তমানে ১১০% বিরাজ
    করছে,।

    1. Sinthia Parven বলেছেন

      মনে হচ্ছে বি এম পি আসলে খুব শান্তি পাবেন মনে হয়

  10. এন এম নুরু বলেছেন

    বি এন পি আবেগ বেশি,,,আশা করি,,,আপনাদের তেমন সম্যাসা

    1. এন এম নুরু বলেছেন

      হবে না।

  11. Kamal Fakir বলেছেন

    কেন? ক্ষমতা কি চীর দিনথাকবে?

  12. Shahed Chittagong বলেছেন

    Rait.tby

  13. Sakendar Ali বলেছেন

    কেন দেশ ছেড়ে পলাতে হবে কেন? এত ভয় কিসের? মানুষের এত নির্যাতন চালিয়েছেন যে পালানো ছাড়া কোন বিকল্প ভাবতে পারছেন না।

  14. Md Awlad বলেছেন

    right

  15. Rafiquj Jaman বলেছেন

    Right

  16. Jinniat Jahan বলেছেন

    Moja pailam

  17. Abu Musa Masud বলেছেন

    নিশ্চয় ভূল কাজ করেছেন

  18. Mamun Pushon বলেছেন

    Shojogh pete hobe to…onno manush jail fash deye ekhon desj tegh eto shohoz…duniya charar chinta koren….

  19. MD Saiful Islam বলেছেন

    সব সত্য বলার দরকার নাই।কিছুতো গোপন রাখেন।

  20. Bablu Prince Khan বলেছেন

    কেন পালাবে�ন

  21. Shahadat Hossain বলেছেন

    এতো ভয় কেন?স্যার।

  22. Nurul Mati বলেছেন

    By hook and crook Awami League should remain in power.

  23. Md Ayubkhan বলেছেন

    এতক্ষনে হরিন্দম কহিলা বিষাদে।

  24. AK Azad বলেছেন

    পাপের বঝা এত বেশি

  25. Saiful Islam Patwary বলেছেন

    কথাটা ১০০% সত্য,
    কেন কি কারনে ওরা ক্ষমতা হারালে দেশ ছাড়তে হবে সেই কারনটা নির্নয় করে ভালো এবং উদার নীতি মোতাবেক চললেই তো হয়,২০ দলীয় জোট যেইভাবে নির্যাতনের সিকার হয়েছে তাতে ওরা হয়ত বদরল নীতিকেই বেচে নিবে।

  26. M.A. Kader Dse বলেছেন

    পালানোর রাস্তাও পাবেন না।

  27. M Rafiqul Islam বলেছেন

    এমন জগন্য কাজ করেচেন আপনী বলেন দেশ উন্নয়নের যুয়ারে বেশে জাচ্ছে

  28. Saiful Islam Patwary বলেছেন

    ক্ষমতা হারালে কাউয়া আর মুরগীকে সাইজ করার জন্য জামাত শিবির যথেষ্ট। অনেকেই হয়ত দেখবে আর তামাকে সুখ টান দিবে আর মনে মনে নিজকে প্রশ্ন করবে এমন তো কথা ছিলোনা,উক্যা দিলে দুক্যা খেয়ে হয়, হচেছ ও তো দেখছি তাই?

  29. নুর আলম বলেছেন

    কি এমন অন্যায় করিয়াছেন যে দেশ থেকে পালাতে হবে

  30. নুর আলম বলেছেন

    কি এমন অন্যায় করিয়াছেন যে দেশ থেকে পালাতে হবে

  31. Nowshin Islam বলেছেন

    Hi

  32. Nowshin Islam বলেছেন

    Hi

  33. Sohidul Islam বলেছেন

    nice.ooooooo

  34. Sohidul Islam বলেছেন

    nice.ooooooo

  35. Rafique Khan বলেছেন

    কেন?

  36. Rafique Khan বলেছেন

    কেন?

  37. Ham He Na বলেছেন

    আর আপনারা?

  38. Ham He Na বলেছেন

    আর আপনারা?

  39. MD Riduay বলেছেন

    আপনার কথা সুনে অনেক ভাল লাগলো

  40. Sohanur Rahman বলেছেন

    বুঝস তাইলে।। তাড়াতাড়ি নোয়াখালি দেশ করে নে।

  41. Mohammad Mohammad বলেছেন

    পাগল শামলান খবর আছো

  42. Saiful Insaf বলেছেন

    কেন? এত কাজ করেছেন,সেগুলো কি জনগণ গ্রহণ করেনি? ভাল কাজ করলে তো এমন হবার কথা না।

  43. Mahabub Rahman বলেছেন

    সত্য

  44. Abdul Kaddus Bela বলেছেন

    মহাসচিব মহোদয়, অবৌদ টাকা যারা কামাই করেছে তাদের টাকা আপনি আদায় করে দলের হয়ে দেশের জন্য ব্যয় করুন।দল কে।বাচান।

  45. MD Tarikul Islam বলেছেন

    khotha ta 100% thik

  46. এইচ. এম. মোজাম্মেল হক বলেছেন

    পালানোৱ প্রস্তুতি নাও

  47. uttam karmaker বলেছেন

    Thanks a lot. who is the Responsible?only for A . league Leaders?yes.all leaders need to be money.all Razakers elated chairman from Naukamarka.Now A.league is a dead Horus,its a Muslim A.league.

  48. A.T. M Toha বলেছেন

    হঠাৎ ডলারের মূল্য বৃদ্ধির সাথে এ বক্তব্যের কোন মিল আছে কী ?

  49. Atahar Siddiq Khasru বলেছেন

    Y

    1. Mustafa Nayeem বলেছেন

      খসরু আমার খবর কী। এবার টাকা গুলো দাও।