অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

চট্টগ্রামে আগোরাসহ ৪ প্রতিষ্ঠানকে আড়াইলাখ টাকা জরিমানা

0
Kachabazar-Sylhet-lg20150619153646
চট্টগ্রামে ভ্রাম্যমান আদালতের অভিযানের ফাইল ছবি

চট্টগ্রাম মহানগরীর আগোরা সুপার শপসহ ৪টি প্রতিষ্ঠানকে আড়াই লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

শুক্রবার সকালে নগরীর প্রবর্তক মোড়, বাকলিয়া থানার চাকতাই এলাকায় এ অভিযান চালায় জেলার ম্যাুজিস্ট্রেট তাহমিলুর রহমান।

দন্ডিত প্রতিষ্ঠানগুলো হলো-প্রবর্তক মোড়ের আফমি প্লাজায় অবস্থিত আগোরা সুপার শপ, ১৬০৪/বি, রাজাখালী রোড চাক্তাই অবস্থিত ‘মেসার্স জমজম ফুড প্রোডাক্টাস’, ‘হাজী তোফাজ্জল হোসেন মুড়ির মিল’, কর্ণফুলী অটো মুড়ির ফ্যাক্টরী’।

এর মধ্যে আগোরাকে ১লাখ টাকা এবং বাকি তিন প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।

ম্যাজিস্ট্রেট তাহমিলুর রহমান জানান, আগোরা সুপার সপে ১৫ টাকার কাচাঁ মরিচ ৮০ টাকায় বিক্রি করছে,৩০টাকা দামের টমেটো বিক্রি করছে ৬৫ টাকায়।৪৮ টাকার চিনি ৬৩ টাকায় এবং ৭৫ টাকার ছোলা ৮৩ টাকায় বিক্রি করছে। কাচাঁ বাজারের পণ্যে দর কারসাজির অভিযোগে তাদের অর্থদন্ড করা হয়েছে।

এছাড়া র‌্যাব-৭ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ তাহমিলুর রহমান এর এর নেতৃত্বে র‌্যাবের সহয়তায় পরিচালিত ভ্রাম্যমান আদালত শুক্রবার সকালে বাকলিয়া থানাধীন চাক্তাই এলাকায় কিছু অসাধু ব্যবসায়ী মুড়ি তৈরীর কারখানায় ইন্ডাষ্ট্রিয়াল সল্ট দিয়ে মুড়ি উৎপাদন করে বাজারজাত অপরাধে ৩ প্রতিষ্ঠানকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়।

অভিযানে র‌্যাবের পক্ষে নেতৃত্ব দেন এএসপি মোঃ জালাল উদ্দিন আহম্মদ।