অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

মিতু হত্যার নিন্দা আল-কায়দার

0
BABUL-03
নিহত মাহমুদা আক্তার মিতু ফাইল ছবি।

বাংলাদেশে সাম্প্রতিক অনেকগুলো হত্যাকাণ্ডে আল-কায়দা ও আইএস’র দায় স্বীকারের খবর প্রকাশ করে আসছে সাইট ইন্টেলিজেন্স। তবে এবারই প্রথম তাদের নিন্দা জানানোর খবর দিয়েছে সাইট ইন্টেলিজেন্স।

পুলিশ কর্মকর্তা বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা আক্তার মিতু হত্যার নিন্দা জানিয়েছে আল-কায়দা ভারতীয় উপমহাদেশ (একিউআইএস) শাখা, এমনটাই দাবি করেছে পর্যবেক্ষণকারী ওয়েবসাইট সাইট ইন্টেলিজেন্স গ্রুপ।

সাইট ইন্টেলিজেন্স গ্রুপের এক প্রতিবেদনে বলা হয়, এক বিবৃতিতে এ হত্যাকাণ্ডের নিন্দা প্রকাশ করেছে আনসার আল ইসলাম।

আনসার আল ইসলাম সাইট ইন্টেলিজেন্সকে জানায়, এ ধরনের হত্যাকাণ্ড ইসলামে সমর্থিত নয়।

বাবুলের জঙ্গিবিরোধী ভূমিকার জন্যই তার স্ত্রীকে হত্যা করা হয়ে থাকতে পারে- এ ধারণার ওপর ভিত্তি করেই এ হত্যাকাণ্ডের তদন্ত চলছে বলেও জানিয়েছে পুলিশ।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সাবেক উপ-কমিশনার ও পুলিশ সুপার (এসপি) বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতুকে ৫ জুন গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা।

সে সময় বাবুল আক্তার পুলিশ সদর দফতরে যোগদানের জন্য ঢাকায় অবস্থান করছিলেন।