অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

বোয়ালখালীতে তিন ব্যবসায়ী ও দুই চালককে অর্থদন্ড

0
.

বোয়ালখালী  (চট্টগ্রাম) প্রতিনিধি:
চট্টগ্রামের বোয়ালখালীতে তিন ব্যবসায়ী ও দুই চালককে অর্থদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ বুধবার (১৪ জুন) দুপুরে উপজেলা সদরে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আফিয়া আকতার।

তিনি জানান, ভোক্তা অধিকার সংরক্ষন আইনের ৩৮ ধারায় ক্রেতাদের কাছে অতিরিক্ত মূল্য দাবী করায় জব্বার মার্কেটের খাজা আজমীর ক্লথ ষ্টোরের এয়াকুব চৌধুরীকে ২০ হাজার টাকা, মূল্য তালিকা প্রদর্শন না করায় রাসনা টি হাউসের অঞ্জন চৌধুরীকে ১০ হাজার টাকা ও খুলনবী স্টোরের ইকবালকে ১০ হাজার টাকা অর্থদন্ড দেয়া হয়।

.

এছাড়া উপজেলা পরিষদের সামনে সড়কে বেকারী পণ্য ওঠা নামা করায় ও ড্রাইভিং লাইসেন্স না থাকায় মোটরযান অধ্যাদেশ ১৩৮, ১৩৯ ও ১৪০ ধারায় করিম উদ্দিনকে ১হাজার ৫শত টাকা ও এক চালককে ৫শত টাকা অর্থদন্ড আদায় করা হয়।