অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

২২ জুন থেকে রেলের অগ্রিম টিকিট বিক্রি শুরু

0
09-07-15-Advanced-Ticket-Collect_Komolapur-Rail-Station-11
ফাইল ছবি।

ঈদুল ফিতর উপলক্ষে রেলের ১ থেকে ৫ জুলাইয়ের আগাম টিকিট দেয়া হবে ২২-২৬জুন। ফিরতি টিকিট ৪-৮ জুলাই দেয়া হবে ৮-১২ জুলাইয়ের টিকিট।

বুধবার রেলভবনে ঈদ প্রস্তুতি নিয়ে এক সংবাদ সম্মেলনে মন্ত্রী মুজিবুল হক বলেন, ‘একজন যাত্রী সর্বোচ্চ চারটি টিকেট কিনতে পারবেন। ঈদ উপলক্ষে এবার সাতটির বেশি বিশেষ ট্রেন চলাচল করবে।

প্রতিবারের মত এবারও প্রতিদিন সকাল ৯টা থেকে অগ্রিম টিকেট বিক্রি শুরু হবে। বিক্রি করা আগাম টিকেট ফেরত নেওয়া হবে না।

৬ জুলাই ঈদ হতে পারে ধরে এবার সরকার ঈদের ছুটি ঠিক করেছে ৫ থেকে ৭ জুলাই। চাঁদ দেখা সাপেক্ষে ঈদ একদিন পেছালে ছুটিও একদিন বেড়ে যাবে।

জানা গেছে, বর্তমানে রেলওয়েতে ৯২২টি কোচ আছে। ঈদ উপলক্ষে আরও ১৭০টি কোচ বহরে যোগ হবে। এদিকে রেলওয়েতে ২০৩টি লোকোমোটিভ দৈনিক চলাচল করে। ঈদ উপলক্ষে মেরামত করে আরও ২৫টি যোগ করার ঘোষণা আসে প্রতিবছর। তবে এবার নতুন বগি যোগ হচ্ছে রেলবহরে। ভারত ও ইন্দোনেশিয়া থেকে ২৭০টি নতুন কোচ কেনার কারণে এটি সম্ভব হচ্ছে। এরই মধ্যে ৭৭টি কোচ রেলবহরে যোগ হয়েছে। আরও ২০টি কোচ ঈদের আগে দেশে পৌঁছানোর কথা রয়েছে। শুধু তাই নয়, ঢাকা-চট্টগ্রাম রুটে ঈদের আগে একটি নতুন আন্তঃনগর ট্রেন চালু হতে পারে। তবে নতুন ট্রেন উদ্বোধনের বিষয়টি নির্ভর করছে প্রধানমন্ত্রীর কাছ থেকে সময় নেওয়ার ওপর।