অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

আলোর মুখ দেখলো চট্টগ্রাম নগর বিএনপির পূর্ণাঙ্গ কমিটি

12
.

অনেক চড়াই উতরাই পেরিয়ে অবশেষে আলোর মুখ দেখেছে বহুল কাঙ্খিত চট্টগ্রাম মহানগর বিএনপির ২৭৫ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি। সোমবার রাত পৌনে ৮টার দিকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর চট্টগ্রাম মহানগর বিএনপির পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করেন। এর মধ্য দিয়ে প্রায় ২০ বছর পর চট্টগ্রাম মহানগর বিএনপি পূর্ণাঙ্গ কমিটি পেল।

এর আগে রবিবার রাত সাড়ে ১১টায় চট্টগ্রামের বিএনপি নেতারা গুলশান কার্যালয়ে গিয়ে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সাথে দেখা করে ২৭৫ সদস্যের পূর্ণাঙ্গ কমিটির তালিকা জমা দেন।

জানাগেছে, পূর্ণাঙ্গ কমিটিতে সিনিয়র সহসভাপতি একজন, সহসভাপতি ২৯, যুগ্ম সম্পাদক ১২, সহ সাধারণ সম্পাদক ১৮, সাংগঠনিক সম্পাদক ৩, দফতর সম্পাদক ১, প্রচার সম্পাদক ১ ও কোষাধ্যক্ষ একজন।

উল্লেখ্য গত বছরের ৬ আগষ্ট ডা. শাহাদাত হোসেনকে সভাপতি ও আবুল হাসেম বক্করকে সাধারণ সম্পাদক ও আবু সুফিয়ানকে সিনিয়র সহসভাপতি করে ৩ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়। এক মাসের মধ্যেই চট্টগ্রাম মহানগর বিএনপির পূর্ণাঙ্গ কমিটি গঠনের ঘোষণা দিলেও এগার মাসেও সেই ঘোষণার বাস্তবায়ন করতে পারেননি নগর কমিটির সভাপতি-সাধারণ সম্পাদক। নতুন করে দায়িত্ব পাওয়ার পর গত বছরের ২৬ সেপ্টেম্বর এক সংবাদ সম্মেলন থেকে ত্যাগী নেতাকর্মীদের নিয়েই পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে বলে ঘোষণা দেয়া হয়েছিল। একইসঙ্গে ওইদিন মহানগর বিএনপির ৪১টি ওয়ার্ড কমিটির মধ্যে ৩৯টি ওয়ার্ডের কমিটিও ভেঙে দেয়া হয়েছিল। এসব ওয়ার্ডে দ্রুত সময়ের মধ্যে সম্মেলনের মাধ্যমে নতুন করে কমিটি গঠনের কথাও বলা হয়। কিন্তু গত ১১ মাসে মাত্র চারটি ওয়ার্ড কমিটি ঘোষণা করতে পেরেছে বর্তমান কমিটি।

পূর্ণাঙ্গ কমিটির তালিকাঃ

.
.
.
.
.
.
.
.
.
.
.
.
১২ মন্তব্য
  1. Ahmed Mostaque বলেছেন

    কমিটি অনেক ভাল হয়েছে

  2. Haidar Ali বলেছেন

    সম্মানিত সদস্য তালিকা দেখে টাস্কিত ভাই।

    1. Saiful Islam Shilpi বলেছেন

      কেন ভাই..?

    2. Haidar Ali বলেছেন

      সদস্য ও সম্মানিত সদস্য এই দুই ক্যাটাগরির পার্থক্য বুঝবার পারছি না ?

    3. Saiful Islam Shilpi বলেছেন

      Haidar Ali একটা সম্মানিত আরেকটা অসম্মানিত?? নিজ দায়িত্বে বুঝে নেবেন।

    4. Haidar Ali বলেছেন

      ?রাইট,এইটা আমার মাথায় আসেনি!
      অসম্মানিত সদস্য ?

  3. তালিকাটা কমেন্ট বক্সে কপি করে দেয়া যায়না ? ফ্রি মুডে যারা ইউজার, তারা ইজিলি দেখতে পেতো ।

    1. Saiful Islam Shilpi বলেছেন

      আপনি চাইলে আপনার ম্যাসেজ বক্সে দিতে পারি..

    2. আমি একান্তই আমার কথা ভেবে করতে অনুরোধ টা করিনি ।
      পাঠক মহলের সুবিধা হবে জন্যে বলেছি ?

    3. Saiful Islam Shilpi বলেছেন

      আমার এখানে পুরো তালিকাটা দেয়া হয়েছে..https://paathok.news/27392

  4. Yousuf Ali বলেছেন

    কমিটি কে অভিনন্দন,, এখন দেখার বিষয় হল,, আন্দলনের সময় মুখ গুলি কে যেন রাজপথে দেখতে পাই,,

  5. Emdadul Islam Rubel বলেছেন

    এইবার যদি জাতীয়বাদী শক্তির চেতনা না আসে আর কখন আসবে কে জানে?