অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

পতেঙ্গার চরে আটকা পড়েছে চিনি বোঝাই লাইটারেজ জাহাজ

0
.

চট্টগ্রামের পতেঙ্গার চরপাড়া এলাকায় দুই হাজার মেট্রিক টন চিনিবাহী একটি লাইটারেজ জাহাজ আটকে গেছে। দুর্যোগপূর্ণ আবহওয়ার কারণে সিটি-১১ নামের লাইটারেজ জাহাজটির তলা ফেটে পানি ঢুকে এটি আজ রবিবার সকালে চট্টগ্রাম বন্দরের কাছে পতেঙ্গা সমুদ্র সৈকত এলাকায় চরে আটকে যায়। জাহাজের ১৪ জন নাবিকের সবাই নিরাপদে রয়েছেন।

ফায়ার সার্ভিসের ইপিজেড শাখার একটি টিম সেখানে গিয়ে লাইটারেজ জাহাজটি উদ্ধারের চেষ্টা করছেন বলে জানান ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. জসিম উদ্দিন। তিনি জানান, বৈরী আবহাওয়ার কারণে চিনি বোঝাই ছোট জাহাজটি তলা ফেটে পানি প্রবেশ করছে। এটিকে চর থেকে উদ্ধার করার চেষ্টা চলছে।

বন্দরের একটি ট্যাগবোটও সেখানে গেছে।

বন্দর কর্তৃপক্ষ সুত্রে জানাগেছে, সিটি গ্রুপের মালিকাধীন সিটি-১১ লাইটার জাহাজটি শনিবার রাতে বন্দরের বহির্নোঙরে থাকা মাদার ভ্যাসেল থেকে চিনি নিয়ে খালাসের জন্য তীরে আসার পথে সাগরে উত্তাল ঢেউয়ের কারণে এর তলা ফেটে যায়। এরপর পানি ঢুকতে শুরু করে। আজ ভোর রাতের দিকে এটি পতেঙ্গার কাছে উপকূলের চড়ায় আটকে যায় বলে জানান বন্দর রেডিও কন্ট্রোল।