অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

অস্ত্র মামলায় নগর ছাত্রলীগ নেতা রনি’র বিরুদ্ধে অভিযোগ গঠন

0
রনি।

চট্টগ্রামের ইউনিয়ন পরিষদ নির্বাচন চলাকালে জেলার হাটহাজারী উপজেলার একটি ভোট কেন্দ্র থেকে অস্ত্রসহ গ্রেফতারের ঘটনায় দায়ের করা মামলায় মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুরুল আজিম রনির বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে আদালত।

চট্টগ্রামের সপ্তম অতিরিক্ত জেলা ও দায়রা জজ জান্নাতুল ফেরদৌসের আদালতে আজ সোমবার এ অভিযোগ গঠন করা হয়।

বিষয়টি নিশ্চিত করে রনির আইনজীবী ইফতেখার সাইমুল চৌধুরী বলেন, আদালতে আমরা মামলা থেকে রনিকে অব্যহতির আবেদন করেছিলাম। সে বিষয়ে শুনানি শেষে তা নামঞ্জুর করা হয়। এবং আদালত অভিযোগ গঠন করেছে। আগামী ১০ নভেম্বর সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করা হয়েছে।

উল্লেখ্য গত বছরের ৭ মে চট্টগ্রামের হাটহাজারী উপজেলার মির্জাপুর ইউনিয়নের চারিয়া বোর্ড স্কুল কেন্দ্রের বাইরে থেকে ভোটের সিলসহ রনিকে একটি নাইন এমএম পিস্তল ও ১৫টি গুলি আটক করে বিজিবি। এসময় দায়িত্বরত বিচারিক হাকিম হারুনর রশিদ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে রনিকে দুই বছরের দন্ড দিয়ে কারাগারে পাঠান।

গত বছরের ১৯ জুন আদালতে অভিযোগপত্র জমা দেন মামলার তদন্তকারী কর্মকর্তা হাটহাজারী থানার এসআই দেলোয়ার হোসেন। অস্ত্র আইনের ১৯ (ক) ধারায় করা মামলায় রনিকে একমাত্র আসামি করা হয়। সাক্ষী করা হয় ২৩ জনকে।