অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

ডিসির অশোভন আচরনের প্রতিবাদে সোমবার সাংবাদিকদের সমাবেশ

2
.

আইনশৃংখলা কমিটির সভাসহ বিভিন্ন সময়ে সাংবাদিকদের সঙ্গে জেলা প্রশাসক জিল্লুর রহমান চৌধুরীর অব্যাহত অশোভন আচরনের তীব্র প্রতিবাদ জানিয়েছেন চট্টগ্রামের কর্মরত সাংবাদিকরা।

শনিবার রাতে কর্মরত সাংবাদিকদের সভায় এ প্রতিবাদ জানানো হয়।

সভায় সাংবাদিকদের সাথে জেলা প্রশাসকের অশোভন আচরনের প্রতিবাদে আগামীকাল সোমবার সকাল ১১টায় চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে প্রতিবাদ সমাবেশের ঘোষণা করা হয়েছে।

একুশে টেলিভিশনের বিশেষ প্রতিনিধি হাসান ফেরদৌসের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় কর্মরত টেলিভিশন সাংবাদিকরা বিভিন্ন সময়ে পেশাগত দায়িত্ব পালনকালে জেলা প্রশাসকের অশোভন আচরনের তথ্য তুলে ধরেন। সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন চ্যানেল আইয়ের চট্টগ্রাম বিভাগীয় প্রতিনিধি চৌধুরী ফরিদ, চ্যানেলটুয়েন্টিফোরের আঞ্চলিক সম্পাদক কামাল পারভেজ, জিটিভি’র ব্যুরো প্রধান অনিন্দ্য টিটো, দেশ টিভির ব্যুরো প্রধান আলমগীর সবুজ, যমুনা টেলিভিশনের ব্যুরো প্রধান জামশেদ রেহমান চৌধুরী, ইন্ডিপেন্ডেট টেলিভিশনের ব্যুরো প্রধান অনুপম শীল, ডিবিসি নিউজের ব্যুরো প্রধান মাসুদুল হক, টিভি সাংবাদিক শাহরিয়ার হাসান, চ্যানেল টুয়েন্টিফোরের জামশেদুল করিম ও রণি দত্ত, চ্যানেল নাইনের ফয়সাল ইকবাল, সময় টিভি পার্থ প্রতিম দাশ, টিভি ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি শফিক আহমেদ সাজীব প্রমুখ।

সভায় কর্মরত সাংবাদিকদের সোমবারের প্রতিবাদ কর্মসূচী সফল করার আহবান জানান বক্তারা।

২ মন্তব্য
  1. Sheikh Khurshan বলেছেন

    DC এর অফিসে মানুষ হত্যার
    বৈধ লাইসেন্স প্রদান, ছি, ছি এ সমস্ত নরঘাতক দের ধিক্কার জানাই ।

  2. M Mahmudur Rahman Shaown বলেছেন

    আমলারাই দেশ পরিচালনা করছে, দুর্নীতি, সিদ্ধান্ত সব তাদের হাতেই।। তারা আমার আপনার মতো মানুষদের গুরুত্ব না দেওয়ার নীতিতেই বিশ্বাসী। তাদের এই বিশ্বাসের অবস্হানটার বিপরীতে আমাদের নমনীয়তায় দেশকে ধ্বংস করছে।। এটাতো খুবই ক্ষুদ্র ঘটনা, এর চাইতেও অনেক বড় বড় ঘটনাই সচেতন সমাজের নমনিয়তার ফলাফলের অংশবিশেষ এগুলো! আসুন সচেতন হই, প্রতিবাদ করি।।