অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

ইফতার মাহফিল থেকে সাতকানিয়ার উপজেলা চেয়ারম্যান গ্রেফতার

0
CTG JASIM-
ইফতার মাহফিল থেকে সাতকানিয়া উপজেলা চেয়ারম্যান ও জামায়াত নেতা জসিম উদ্দিনকে গ্রেফতার করেছে পুলিশ। ফাইল ছবি।

ইফতারের মাহফিল থেকে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলা চেয়ারম্যান ও জামায়াত নেতা জসিম উদ্দিনকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলা সদর সাতকানিয়ার কেরাণীরহাট এলাকায় ইসলামী ব্যাংকের ইফতার মাহফিলের অনুষ্ঠানে ইফতার করার সময় সাতকানিয়া থানা পুলিশতাকে গ্রেফতার করে।

পুলিশ জানিয়েছে চেয়ারম্যান জসিম উদ্দিন বিরুদ্ধে  থানায় একাধিক নাশকতার মামলায় রয়েছে।

গ্রেফতারের বিষয়টি স্বীকার করে চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিণ) একেএম এমরান ভূঁইয়া বলেন, জামায়াতের এ নেতার বিরুদ্ধে সাতকানিয়া থানায় ২০১৩সালেরর নাশকতার মামলায় আদালতের গ্রেফতারি পরোয়ানা রয়েছে। আদালতের নির্দেশে তাকে গ্রেফতার করা হয়েছে।

এর আগেও তিনি একাধিকবার গ্রেফতার হয়েছিলেন।

এদিকে স্থানীয় একটি সুত্র জানায়, সোমবার দিনভর চেয়ারম্যান জসিম উপজেলা সদরে ছিলেন। তিনি বিকেল পর্যন্ত তার কার্যালয়ে অফিস করে মিটিং করেন। তখন পুলিশতাকে গ্রেফতার করে নি।

সন্ধ্যায় ইসলামী ব্যাংকের ইফতার মাহফিল থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

সুত্রটি জানায়, উপজেলা চেয়ারম্যানকে গ্রেফতারের পিছনে উপজেলা পরিষদের একটি চক্রের হাত রয়েছে।

ক্ষমতাসীন দলের নেতাদের সাথে হাত মিলিয়ে ক্ষতিপয় জামায়াত সমর্থিত জন প্রতিনিধি ভারপ্রাপ্ত চেয়ারম্যান হওয়ার জন্য ষড়যন্ত্র করে পুলিশকে চাপে রেখে উপজেলা চেয়ারম্যান জসিমকে গ্রেফতার করিয়েছে।

উল্লেখ্য উপজেলা পরিষদের আগামী সভায় বাজেট পাসসহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে বিল পাস হওয়ার কথা রয়েছে।