অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

আখতারুজ্জামান ফ্লাইওভারে বাসের ধাক্কায় দুই মোটর সাইকেল আরোহী নিহত

11
নিহত অজ্ঞাত দুই যুবক।

চট্টগ্রাম মহনগরীর আখতারুজ্জামান ফ্লাইওভারে বাসের ধাক্কায় দুই মোটর সাইকেল আরোহী নিহত হয়েছে। আজ শুক্রবার (৮ সেপ্টেম্বর) বেলা ২টার দিকে মুরাদপুর শিক্ষাবোর্ডের সামনে এ দুর্ঘটনা ঘটেছে। এসময় বাসের ধাক্কায় মোটর সাইকেলের পিছনে বসা এক যুবক ফ্লাইওভারের ওপর থেকে নীচে রাস্তায় পড়ে যায়।

নিহত দুই যুবক হলেন- আহাদ (২৫) নগরীর আগ্রাবাদ গোসাইলডাঙ্গা এলাকার বাসিন্দা। মুছা (২৪) আকবর শাহ থানা এলাকার বাসিন্দা। আহাদ বেসরকারী বিশ্ববিদ্যালয় প্রিমিয়ার ইউনির্ভাসিটির ছাত্র বলে জানাগেছে।

প্রতক্ষ্যদর্শী সাংস্কৃতিক কর্মী সাহিদ শিশু পাঠক ডট নিউজকে জানান, বেলা ২টার দিকে আখতারুজ্জামান ফ্লাইওভারে দিয়ে বহদ্দার হাটের দিক থেকে দুই মোটর সাইকেল আরোহী লালাখান বাজারের দিকে যাওয়ার সময় জিইসি এলাকায় বিপরীত দিক দিয়ে যাওয়া শ্যামলী পরিবহনের একটি বাস তাদের মোটর সাইকেলকে ধাক্কা দেয়। এতে মোটর সাইকেলে বসা একজন ছিটকে ফ্লাইওভারের নীচে পড়ে যায়। অপর একজন মোটর সাইকেল সহ ফ্লাইওভারের উপর পড়ে।

.

পরে আমরা দুজনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যায়। তার আগেই দুজনের মৃত্যু হয়।

চমেক পুলিশ ফাঁড়ির এএসআই আব্দুল হামিদ জানান, জিইসি এলাকায় ফ্লাইওভারের উপর সড়ক দুর্ঘটনায় ২জনকে হাসপাতালে আনার পর চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন।

গত ঈদুল আজহার দুদিন আগে আখতারুজ্জামান ফ্লাইওভারটি যানবাহন চলাচলের জন্য উম্মুক্ত করে দেয়ার পর এটি প্রথম বড় দুর্ঘটনা ঘটলো।

১১ মন্তব্য
  1. Imran Hossain বলেছেন

    ভাই ছবি গুলো একটু আবছা করে দিলে মনে হয় ভাল হত!!

    1. Saiful Islam Shilpi বলেছেন

      প্রথমে দেয়া হয়েছিল। যখন পরিচয় পাওয়া যায়নি।

  2. মোঃআকবর হোসাইন মানিক বলেছেন

    শ্যামলী পরিবহণের ড্রাইভাররা এমন ভাবে গাড়ি চালায় মনে হয় রাস্তায় শ্যামলী ছাড়া আর কোন গাড়ি চলতে পারবেনা।
    তাদের বাপের কেনা রাস্তা।

  3. ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাইহি রাজেউন।

  4. Milon Dy বলেছেন

    c

  5. Mns R Man বলেছেন

    ওপর……….?

  6. Alamgir Noor Chittagong বলেছেন

    মহান আল্লাহ্‌ আমাদের সকলকো ক্ষমা, দয়া ও হেফাজত করুক, আমীন।

  7. pranto বলেছেন

    vi

  8. pranto বলেছেন

    vi suncilam motor saikel naki wrong site dea ascilo. ami sure nah ty boltecy

  9. Imtiaz বলেছেন

    আমি গত কয়দিনে বেশ কিছু বাইক চালককে উল্টো দিকে (wrong side) এ বাইক চালাতে দেখেছি, সেই বাইকটা এতো দ্রুত চলছিলো !! দেখে খুব অবাক হয়েছিলাম, আমরা আসলে কেউই আইন মানতে চাইনা, ইচ্ছে হলেই যে ভাবে খুশী তাই করছি।