অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে দ্বিতীয় দিনের মত রোঙ্গিাদের খাবার ও চিকিৎসা সেবা প্রদান

0
.

বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে দ্বিতীয় দিনের মতো আজ মঙ্গলবার মিয়ানমার থেকে বিতাড়িত অসহায় শরণার্থীদের মাঝে খাবার সামগ্রি, চিকিৎসা সেবা, ওষুধ বিতরণ ও আর্থিক সহায়তা প্রদান করে জিয়াউর রহমান ফাউন্ডেশন।

উখিয়ার বাঘগোনা, জামতলা, কুতুব পালং, পালংখালি ও বালুখালির বিভিন্ন শরণার্থী ক্যাম্পে এ সেবা ও সহায়তা প্রদান করা হয়।

.

জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক প্রফেসর ডাঃ ফরহাদ হালিম ডোনারের ততত্ত্বাবধানে এ কর্মসূচিতে বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ডাঃ শাহদাত হোসেন, জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির সভাপতি সাইফুল আলম নীরব,সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, কেন্দ্রীয় বিএনপির সমাজসেবা সম্পাদক কামরুজ্জামান রতন, বিএনপির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহ সম্পাদক ইঞ্জিনিয়ার আফজাল হোসেন সবুজ, তথ্য ও গবেষণা বিষয়ক সহ সম্পাদক কাদের গনি চৌধুরী, প্রফেসর ডাঃ শহিদুল হাসান, প্রফেসর ডাঃ আব্দুস সালাম, প্রফেসর ডাঃ জসিম উদ্দিন, ডাঃ সারোয়ার আলম, ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

ডাঃ ফরহাদ হালিম ডোনারের নেতৃত্বে জিয়াউর রহমান ফাউন্ডেশনের একটি টীম গত তিনদিন ধরে কক্সবাজারে অবস্থান করছে এবং তারা শত শত অসুস্থ শরণার্থীদের চিকিৎসা সেবা প্রদান করছে।