অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

নাইক্ষ্যাংছড়িতে রেডক্রিসেন্টের ত্রাণবাহী ট্রাক খাদে পড়ে ৯ জন নিহত

0
.

বান্দরবানের নাইক্ষ্যাংছড়ি উপজেলায় রেডক্রিসেন্টের ত্রাণবাহী ট্রাক খাদে পড়ে নয়জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন ১৫ জন।

আজ বৃহস্পতিবার সকাল পৌনে ৮টার দিকে উপজেলার চাকঢালার আমতলি এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ছাখদালা সীমান্ত চৌকির কাছে এ দুর্ঘটনা ঘটে।

.

নাইক্ষ্যাংছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার সালমান ফরিদ খান জানান, ট্রাকটি নাইক্ষ্যাংছড়ি থেকে বড় শন খোলায় রোহিঙ্গা আশ্রয় শিবিরে যাচ্ছিল। পথিমধ্যে আমতলি এলাকায় একটি কালভার্ট ভেঙে ট্রাকটি খাদে পড়ে গেলে ঘটনাস্থালে ছয়জন মারা যান। হাসপাতালে আনার পর আরও তিনজন মারা যান। আহত হয়েছেন ১৫ জন। আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

বান্দরবানের জেলা প্রশাসক দিলিপ কুমার বনিক জানান, ট্রাকটি নাইক্ষ্যাংছড়ি থেকে বড় শন খোলায় রোহিঙ্গা আশ্রয় শিবিরে যাচ্ছিল। হতাহতরা সবাই নাইক্ষ্যাংছড়ির বাসিন্দা।