অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

শীর্ষ সন্ত্রাসী নাছিরের সাজা হল ৫ বছর

9
.

পুলিশের ওপর হামলা ও গুলিবর্ষণের ঘটনায় প্রায় ১৯ বছর কারাগারে বন্দি থাকা চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী নাসির উদ্দিনের পাঁচ বছর তিন মাস কারাদন্ড দিয়েছে চট্টগ্রামের একটি আদালত। আজ বুধবার আসামীর উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন চট্টগ্রামের মহানগর হাকিম শফিউদ্দিন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী সহকারী পিপি রায়হাদ চৌধুরী রনি বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, পুলিশের কাজে বাধাদান, হামলা ও গুলিবর্ষণের ঘটনায় তিনটি ধারায় আসামি নাসির উদ্দিনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় তিন ধারায় তার মোট পাঁচ বছর তিন মাস কারাদ-ের রায় এসেছে। এই সাজা একটির পর একটি কার্যকর হবে।

আদালত সূত্রে জানা যায়, ১৯৯৮ সালের ৬ এপ্রিল পুলিশ নাসিরকে গ্রেফতার করতে চট্টগ্রাম কলেজের শেরেবাংলা ছাত্রাবাস এলাকায় অভিযানে যায়।

ছাত্রাবাসটির সামনে শিক্ষকদের আবাসনের পরিত্যক্ত ভবনের বাইরে থেকে তালা দেওয়া একটি কক্ষের ভেতর লুকিয়ে ছিল নাসির। এসময় পুলিশ দরজা ভেঙে ওই কক্ষে প্রবেশ করলে নাসির জানালা দিয়ে পালানোর চেষ্টা করে।

নগর গোয়েন্দা পুলিশের সেসময়ের সহকারী কমিশনার আতিকুর রহমান চৌধুরী ঝাপটে ধরে নাসিরকে আটক করেন। তখন পুলিশকে লক্ষ্য করে ছাত্রাবাস থেকে গুলিবর্ষণ করে সন্ত্রাসীরা। জবাবে পুলিশও পাল্টা গুলি ছোড়ে। এ ঘটনায় কয়েকজন পুলিশ সদস্য আহত হয়।

৯ মন্তব্য
  1. Yousuf Mohammed বলেছেন

    ভাই লিখেন যুব নেতা নাছির উদ্দীন চৌধুরী??

  2. Yousuf Mohammed বলেছেন

    যে মানু্ষ টি জীবন যৌবন ইসলামী আন্দোলনের জন্যে ত্যাগ সিকার করলেন!
    তাকে আপনারা সন্ত্রাসী লিখতে পারলেন!
    যুব নেতা নাছির উদ্দীন চৌধুরী।
    লিখবেন।

  3. Yousuf Mohammed বলেছেন

    সরকারের কাছে হিসাব অনুযায়ী তিনি আরো পনের বছর ফেরৎ পাবেন ? হাজৎ বাস হিসাব করলে ??

  4. Arshad Hossen Hossain বলেছেন

    আওয়ামিলীগের জম

    1. Prashanta Chowdury বলেছেন

      বাইরে তাকলে কাম হয়য়া যাইত

    2. Arshad Hossen Hossain বলেছেন

      সেই জন্য তো ছিলনা।

  5. Md Mahabub Rahman বলেছেন

    তাহলে ওর জীবনের বাকি ১৫ বছর কে ফেরত দিবে।

  6. Shah Mohammed Ali বলেছেন

    উনি কি সেই ফটিকছড়ির শিবিরের নাছির??? উনি ১৯৯৪ সনে মনেহয় গ্রেপ্তার হইছিল। সেই সময় পএিকায় পড়ছিলাম।

  7. Shafiul Azam বলেছেন

    Bhowa Mamlai Saja.